BJP in Bengal: জন বার্লা-শঙ্কুদেব সহ বাংলার ৩২ জন BJP নেতার হঠাত্‍ নিরাপত্তা সরাল কেন্দ্র, কী গতিবিধি?

প্রথমেই যে নামটি আসছে, তা হল উত্তরবঙ্গের বিজেপি নেতা জন বার্লা। সাম্প্রতিক গতিবিধি দেখে বলা যায়, তৃণমূল কংগ্রেসের দিকে পা বাড়িয়েই আছে এই নেতা। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাকে ২০২৪ সালে লোকসভা নির্বাচনে টিকিট দেয়নি বিজেপি।

Advertisement
 জন বার্লা-শঙ্কুদেব সহ বাংলার ৩২ জন BJP নেতার হঠাত্‍ নিরাপত্তা সরাল কেন্দ্র, কী গতিবিধি?জন বার্লা ও শঙ্কুদেব পাণ্ডা
হাইলাইটস
  • বার্লাকে ২০২৪ সালে লোকসভা নির্বাচনে টিকিট দেয়নি বিজেপি
  • কোন কোন বিজেপি নেতার নাম নেই তালিকায়?
  • বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য

বিধানসভা নির্বাচনের রাজনৈতিক পারদ চড়তে শুরু করে দিয়েছে। সব কিছু ঠিক থাকলে আর ঠিক এক বছর পরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। ২০২১ সালের মতো ২০২৬-এর আগেও কি দলবদলের পালা শুরু হতে চলেছে শীঘ্রই? তাত্‍পর্যপূর্ণ ভাবে বাংলার ৩২ জন বিজেপি নেতার কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করা হল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অর্থাত্‍ অমিত শাহের মন্ত্রক রিভিউ কমিটি যে লিস্ট বের করেছে, তাতে দেখা যাচ্ছে বাংলার ৩২ জন বিজেপি নেতার কেন্দ্রীয় নিরাপত্তার তালিকায় নাম নেই।

জন বার্লাকে ২০২৪ সালে লোকসভা নির্বাচনে টিকিট দেয়নি বিজেপি

প্রথমেই যে নামটি আসছে, তা হল উত্তরবঙ্গের বিজেপি নেতা জন বার্লা। সাম্প্রতিক গতিবিধি দেখে বলা যায়, তৃণমূল কংগ্রেসের দিকে পা বাড়িয়েই আছে এই নেতা। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাকে ২০২৪ সালে লোকসভা নির্বাচনে টিকিট দেয়নি বিজেপি। তখন থেকেই ক্ষোভ উগরে যাচ্ছেন বিজেপির বিরুদ্ধে। পরবর্তীকালে দেখা গিয়েছে, তাঁর বাড়িতে গিয়ে মিটিং করছেন তণমূল নেতারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি অনুষ্ঠানের মঞ্চেও তাঁকে দেখা গিয়েছে। যদিও আনুষ্ঠানিক ভাবে বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়ার কথা ঘোষণা করেননি আলিপুরদুয়ারের চা বাগানের শ্রমিক নেতা জন বার্লা। তালিকায় শঙ্কু দেবপণ্ডা, অভিজিত্‍ দাস, প্রাক্তন আইপিএস দেবাশিস ধরদেরও নাম নেই তালিকায়।

কোন কোন বিজেপি নেতার নাম নেই তালিকায়?

যে ৩২ জন বিজেপি নেতার কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে, তাঁরা হলেন,জন বার্লা, শঙ্কু দেবপণ্ডা, অরুণ হালদার, অভিজিৎ বর্মণ, অভিজিৎ দাস (ববি), অজব রয়, অর্জুন বিশ্বাস, অরুণোদয় পাল চৌধুরী, অরুপকান্তি দিগর, অশোক কাণ্ডারী, অশোক পুরকাইত, মন্দির বাজা, বাসুদেব সরকার, দশরথ তিরকে, দেবব্রত বিশ্বাস, দেবাংশু পাণ্ডা, দেবাশিস ধর, ধনঞ্জয় ঘোষ, দীপক হালদার, জয়দীপ ঘোষ, জীবেশ চন্দ্র বিশ্বাস, লোকনাথ চট্টোপাধ্যায়, নির্মল সাহা, নিত্যানন্দ চট্টোপাধ্য়ায়, পলাশ রানা, পিয়া সাহা, প্রণতি মাজি,সন্ন্যাসী চরণ মণ্ডল, তন্ময় দাস, তমোঘ্ন ঘোষ, তাপস দাস, তারিণীকান্ত বর্মণ।

Advertisement

বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য

কেন্দ্রের সিদ্ধান্ত প্রসঙ্গে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য, প্রতি নির্দিষ্ট সময়ে কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে রিভিউ করে স্বরাষ্ট্র মন্ত্রক। কারও নিরাপত্তা বাড়ে, কারও কমে, কারও প্রত্যাহার করা হ। কিন্তু কেন্দ্রের লিস্টে দেখা যাচ্ছে, নন পারফর্মিং বা বিধানসভা ভোটে হেরে যাওয়া নেতাদেরই কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে।

POST A COMMENT
Advertisement