scorecardresearch
 

স্বাস্থ্যসাথী না-নিলে হাসপাতালের লাইসেন্স বাতিল, কড়া নির্দেশ মমতার

মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসাথী মিসইউজ করছে কিছু লোক। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এরপরেই এক স্বাস্থ্য আধিকারিককে এই বিষয়ে প্রশ্ন করেন মমতা। উত্তরে ওই আধিকারিক বলেন, আরও ২ হাজার বেসরকারি হাসপাতালকে স্বাস্থ্যসাথীর আওতায় নিয়ে আসা হয়েছে। কয়েকটি হাসপাতাল মাঝেমধ্যে বদমেয়াসি করে। সেই শুনে মুখ্যমন্ত্রীর সাফ নির্দেশ, "অ্যাকশান নিতে হবে। তুমি লাইসেন্স বাতিল করার দিকে যাবে। ঠিক মতো ব্যবস্থা না নিলে কিছু হবে না। সরকারে টাকা জলে যাবে। মানুষ বঞ্চিত হলে, ইউ হ্যাভ টু বি রাফ।" 

Advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • স্বাস্থ্যসাথী নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
  • হাসপাতালের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি
  • ডিএম-দের প্রতিমাসে বৈঠকের নির্দেশ

স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) নিয়ে ফের একবার কড়া মনোভাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। স্বাস্থ্যসাথীর অন্তর্ভুক্ত হাসপাতালগুলি পরিষেবা না দিলে কার্যত লাইসেন্স বাতিল করার নির্দেশ দিলেন তিনি। সোমবার স্বাস্থ্য সংক্রান্ত এক বৈঠকে এহেন নির্দেশ দিতে শোনা গেল মুখ্যমন্ত্রীকে। 

লাইসেন্স বাতিলের নির্দেশ
মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসাথী মিসইউজ করছে কিছু লোক। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এরপরেই এক স্বাস্থ্য আধিকারিককে এই বিষয়ে প্রশ্ন করেন মমতা। উত্তরে ওই আধিকারিক বলেন, আরও ২ হাজার বেসরকারি হাসপাতালকে স্বাস্থ্যসাথীর আওতায় নিয়ে আসা হয়েছে। কয়েকটি হাসপাতাল মাঝেমধ্যে বদমেয়াসি করে। সেই শুনে মুখ্যমন্ত্রীর সাফ নির্দেশ, "অ্যাকশান নিতে হবে। তুমি লাইসেন্স বাতিল করার দিকে যাবে। ঠিক মতো ব্যবস্থা না নিলে কিছু হবে না। সরকারে টাকা জলে যাবে। মানুষ বঞ্চিত হলে, ইউ হ্যাভ টু বি রাফ।" 

এছাড়া জরুরিকালীন সময় অনেকে হয়ত বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ড (Swasthya Sathi Card) নিয়ে যেতে ভুলে যাচ্ছেন। আর তেমনটা হলে কোনও কোনও হাসপাতাল চিকিৎসা শুরু করছে না বা টাকা জমা দেওয়ার জন্য রোগীর পরিবারকে চাপ দিচ্ছে বলেও অভিযোগ উঠছে। বিষয়টি জানতে পারার পর, এই ধরনের ঘটনা বন্ধ করতে হাসপাতলগুলির উদ্দেশ্যে নির্দিষ্ট সার্কুলার জারির কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

জেলাশাসকদের প্রতিমাসে বৈঠকের নির্দেশ
পাশাপাশি বিভিন্ন জেলার ডিএম-দের (DM) মুখ্যমন্ত্রীর নির্দেশ, "সিএমওএইচ ও ডিএমওএইচদের সঙ্গে স্বাস্থ্যসাথী নিয়ে প্রতিমাসে বৈঠক করবেন। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে সুয়োমোটো অ্যাকশান নিন। তারপর স্বাস্থ্যভবনকে জানান।" প্রসঙ্গত এই প্রথম নয়, এর আগেও বহুবার স্বাস্থ্যসাথী নিয়ে কড়া মনোভাব দেখিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু তারপরেও বিভিন্ন বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে উঠেছে রোগী ও রোগীর পরিবারের সঙ্গে অসহযোগিতার অভিযোগ। এবার দেখার লাইসেন্স বাতিলের এই হুঁশিয়ারিতে কোনও কাজ হয় কিনা। অন্যদিকে এদিন বিভিন্ন জেলা থেকে কলকাতায় গর্ভবতী মহিলাদের রেফার নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। 
 

Advertisement

আরও পড়ুন - 'দয়া করে রেফালের কমাবেন?' স্বাস্থ্য আধিকারিক-ডাক্তারদের ধমক মমতার

 

Advertisement