ভারতে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য চূড়ান্ত অনুমতি দেওয়া হয়েছে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনকে। সেইমতো আগামী ১৩ জানুয়ারি থেকে ভারতে করোনা টিকা প্রদান শুরু হতে চাইছে কেন্দ্র। এদিন সেই বিষয়ে সমস্ত রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। আর এই আবহেই শুক্রবার রাজ্যে আসতে চলেছে করোনা ভ্যাকসিন। চিঠি দিয়ে রাজ্যকে সেকথা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার।
জানা যাচ্ছে রাজ্যে ভ্যাকসিন থাকবে বাগবাজারে স্বাস্থ্য দফতরের ভ্যাকসিন স্টোরে। সেখান থেকে পাঠানো হবে জেলায়। তবে কোন ভ্যাকসিন পাচ্ছে রাজ্য সেকথা কেন্দ্রের তরফে চিঠিতে জানান হয়নি। কত পরিমাণে ভ্যাকসিন আসবে, সেই বিষয়েও কিছু জানতে পারা যায়নি।
এদিন ভ্যাকসিন দান কর্মসূচি খুব শীঘ্রই শুরু হবে। এই আবহে শুক্রবার কলকাতার সব মেডিক্যাল কলেজে করোনা ভ্যাকসিনের ড্রাই রান হবে বলে স্বাস্থ্যদফতর সূত্রে জানা যাচ্ছে। এছাড়াও কলকাতা পুরসভার ২৩১ নম্বর ওয়ার্ডের ক্লিনিকেও হবে মহড়া। জানা গিয়েছে, প্রতি জেলায় তিনটি করে কেন্দ্রে হবে ড্রাই রান। জেলার মেডিক্যাল কলেজগুলি ছাড়াও আরও দুটি কেন্দ্রে চলবে টিকাকরণের মহড়া।
এদিকে ভ্যাকসিন এসে গেলেও ৪ রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগে কেন্দ্র। যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও। এছাড়াও মহারাষ্ট্র, কেরল ও ছত্তিশড়ের করোনা পরিস্থিতি নিয়েও চিন্তিত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এই ৪ রাজ্যের প্রশাসনকে কঠোর বিধিননিষেধ মেনে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।
#IndiaFightsCorona #Unite2FightCorona
— Ministry of Health (@MoHFW_INDIA) January 7, 2021
Union Health Secretary writes to #Maharashtra, #Kerala, #Chhattisgarh, and #WestBengal to take prompt steps and to keep a ‘strict vigil’ to curb recent spike in #COVID19 cases
https://t.co/RLdHeqgaEV@PMOIndia @drharshvardhan
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছে ২০,৩৪৬ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১৯,৫৮৭ জন। মৃত্যু হয়েছে ২২২ জনের। দেশে বর্তমানে করোনা জয়ীর সংখ্যা ১ কোটি ছাড়িয়েছে। দেশে করোনা সংক্রমণ কমলেও বেলাগাম জীবনযাত্রা ও নতুন স্ট্রেইনের আগমনে কারণে শীতের মরশুমে পরিস্থিতি ফের বিগড়ে যেতে পারে বলে আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রকের।