scorecardresearch
 

Cyclone 'Asani' Update: ঘূর্ণিঝড় 'অশনি'-র নয়া UPDATE, এখনই সতর্ক হয়ে যান

Cyclone 'Asani' Update: দক্ষিণ আন্দামান সাগরে গভীর নিম্নচাপ। এই গভীর নিম্নচাপ আগামিকাল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের কাছে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। ঘূর্ণিঝড় 'অশনি'-র চোখ রাঙানি থেকে বাদ নেই বাংলাও। বুধবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। 

Advertisement
'অশনি'-র Update 'অশনি'-র Update
হাইলাইটস
  • দক্ষিণ আন্দামান সাগরে গভীর নিম্নচাপ
  • এই গভীর নিম্নচাপ আগামিকাল ঘূর্ণিঝড়ে পরিণত হবে
  • ঘূর্ণিঝড় 'অশনি'-র চোখ রাঙানি থেকে বাদ নেই বাংলাও

Cyclone 'Asani' Update: দক্ষিণ আন্দামান সাগরে গভীর নিম্নচাপ। এই গভীর নিম্নচাপ আগামিকাল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের কাছে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। ঘূর্ণিঝড় 'অশনি'-র (Asani) চোখ রাঙানি থেকে বাদ নেই বাংলাও। বুধবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। 

ল্যান্ডফল কোথায় বা কবে হতে চলেছে তা এখনও স্পষ্ট নয়। তবে, উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যে সমস্ত সতর্কতা জারি করা হয়েছে। ভারতীয় উপকূলরক্ষীরা সম্ভাব্য ঘূর্ণিঝড়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। মৎস্যজীবীদের আগামিকাল থেকে সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করে বিশেষ সতর্ক বার্তা দেওয়া হয়।

শনিবার, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় মাইকে সতর্কবার্তা দিয়ে সতর্ক থাকার ঘোষণা করা হয়। ঝোড়ো হাওয়া, প্রবল বৃষ্টিতে পাকা বাড়িতে আশ্রয় নেওয়া। পানীয় জল পর্যাপ্ত রাখা, গবাদি পশুদের বেঁধে রাখার বার্তা দেওয়া হয়। আগামী মঙ্গলবার পর্যন্ত উপকূলবর্তী এলাকার মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে। 

১১ থেকে ১৩ তারিখ পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। বিশেষ করে উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এখনই বাংলায় 'অশনি' আছড়ে পড়বে এই কথা বলা যাচ্ছে না। তবে পূর্বাভাসের কারণে আগাম প্রস্তুতি সেরে রাখছে প্রশাসন। ক্ষয়ক্ষতি এড়াতেই সতর্কতা অবলম্বন করছে তারা। আগামী দু'একদিনে ঝড়ের গতি স্পষ্ট হবে।

Advertisement