scorecardresearch
 

Dilip Ghosh on Anubrata Mondal Arrest: 'সবে ২ উইকেট পড়েছে...' অনুব্রত-প্রসঙ্গে দিলীপের ইঙ্গিতপূর্ণ মন্তব্য

Dilip Ghosh on Anubrata Mondal Arrest: সিবিআই, ইডি'র হাতে রাজ্যের শাসক দলের একের পর এক নেতা, মন্ত্রী গ্রেফতার হচ্ছেন। পার্থ চট্টোপাধ্যায়ের পর অনুব্রত মণ্ডলের গ্রেফতারে অস্বস্তিতে তৃণমূল। ইডি-সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে পথে মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। পরপর দুই হেভিওয়েট নেতার গ্রেফতার, কী বলছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ?

Advertisement
অনুব্রত মণ্ডল-দিলীপ ঘোষ (ফাইল ছবি) অনুব্রত মণ্ডল-দিলীপ ঘোষ (ফাইল ছবি)
হাইলাইটস
  • সিবিআই, ইডি'র হাতে রাজ্যের শাসক দলের একের পর এক নেতা, মন্ত্রী গ্রেফতার হচ্ছেন
  • পার্থ চট্টোপাধ্যায়ের পর অনুব্রত মণ্ডলের গ্রেফতারে অস্বস্তিতে তৃণমূল
  • পরপর দুই হেভিওয়েট নেতার গ্রেফতার, কী বলছেন বিরোধী দলের নেতা দিলীপ ঘোষ? 

Dilip Ghosh on Anubrata Mondal Arrest: সিবিআই, ইডি'র হাতে রাজ্যের শাসক দলের একের পর এক নেতা, মন্ত্রী গ্রেফতার হচ্ছেন। পার্থ চট্টোপাধ্যায়ের পর অনুব্রত মণ্ডলের গ্রেফতারে অস্বস্তিতে তৃণমূল। ইডি-সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে পথে মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। পরপর দুই হেভিওয়েট নেতার গ্রেফতার, কী বলছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ? 

তৃণমূল নেতাদের সম্পত্তি খতিয়ে দেখতে হাইকোর্ট কি ইডি-কে পার্টি করছে? প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ

দিলীপ ঘোষের বক্তব্য সাধারণ মানুষের জনস্বার্থ মামলার জন্যই হাইকোর্ট তৃণমূল নেতাদের সম্পত্তি খতিয়ে দেখতে চেয়েছে।  তাঁর বক্তব্য, "চোর ডাকাতদের কোনও মান সম্মান থাকে না। মোদীজি না দিলীপ ঘোষ? কে কেস করেছে? সাধারণ মানুষ কেস করেছেন। নারদা আর সারদার কেস কে করেছে? সাধারণ মানুষ কেস করেছে।" 

তাঁর আরও দাবি, পার্টি তাদের সঙ্গে যুক্ত হয়েছে অনেক পরে, শুধু একমাত্র বিজেপি নয়, পরে সিপিএম-কংগ্রেসও যুক্ত হয়েছে। পরবর্তীকালে এসএসসি, টেট দুর্নীতি সহ গরুপাচার,কয়লা দুর্নীতিতেও সাধারণ মানুষ জানে কার কত বাড়িঘর আছে, গাড়ি আছে, কোথায় কোথায় সম্পত্তি হোটেল আছে?....আইন থেকে কেউ বাঁচবেন না।"

দুই হেভিওয়েট নেতা গ্রেফতারের পর পদ খালি প্রসঙ্গে দিলীপ

তাঁর দাবি, ''পদ খালি তো আরও বেশি হওয়া উচিত। দুটো উইকেট পড়েছে, আরও অনেক বেশি পড়বে বলে আমার ধারণা। মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি মন্ত্রী মণ্ডলের বৈঠক করতে হয় জেলের মধ্যে গিয়ে করতে হবে। পার্টির যদি মিটিং করতে হয় তাহলে জেলের মধ্যে গিয়ে করতে হবে। বেশিরভাগ নেতা-মন্ত্রীই দুর্নীতিগ্রস্ত।" 

ইডি-সিবিআইয়ের নিরপেক্ষতার প্রশ্ন তুলে পথে নামছে তৃণমূল, দিলীপ বললেন...

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে দিলীপ ঘোষ এদিন বলেন, "যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী ছিলেন, রোজ রাস্তায় নেমে সিবিআই তদন্তের দাবি করতেন। কুকুর, বিড়াল মারা গেলেও সিবিআই তদন্তের দাবি করতেন। যদি মান সম্মান থাকে, মা বাবার মান সম্মান রাখতে চাও, রাস্তায় বেরিও না, চোরেদের জন্য লোকে জুতোপেটা করবে, আমরাও করব।''

Advertisement

ফিরহাদ হাকিম গ্রেফতার হতে পারেন? 

এ প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, ''ওঁরা কখনও ভেবেছেন, কত মানুষকে ওঁরা কাঁদিয়েছেন? অনুব্রতর জেলায় ৭৩১টা গাঁজা কেস হয়েছে......এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান বলেছেন, প্রায় ৩৮ হাজার লোকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। তিনি অনেক কম বলেছেন....পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে।''

Advertisement