scorecardresearch
 

Anubrata Mondal : 'ফিট' অনুব্রত, ESI হাসপাতালের সার্টিফিকেটে দোলেই কেষ্টর দিল্লিযাত্রা

দোলের দিন সকালেই অনুব্রত মণ্ডলকে আসানসোল সংশোধনাগার থেকে বের করে কলকাতায় আনা হয়। পথে শক্তিগড়ে ব্রেকফাস্টের জন্য থামে কেষ্টর কনভয়। পুলিশি নিরাপত্তায় দোকানের ভিতরে চলে যান অনুব্রত। কিছুক্ষণের মধ্যেই চলে আসে খাবার। চারটি কচুরি, সঙ্গে ঘন ছোলার ডাল। শেষপাতে ল্যাংচা এবং রাজভোগ। খাবার ও জল খেয়ে, মুখ মুছে কেষ্ট আবার গিয়ে বসেন পুলিশের গাড়িতে। এরপরেই কনভয় আবার দৌড়ায় জোকা ইএসআই হাসপাতালের উদ্দেশে।

Advertisement
অনুব্রত মণ্ডলকে নিয়ে দিল্লি যাত্রা ইডির অনুব্রত মণ্ডলকে নিয়ে দিল্লি যাত্রা ইডির
হাইলাইটস
  • অনুব্রত মণ্ডলকে ফিট সার্টিফিকেট
  • দিল্লি নিয়ে যাচ্ছে ইডি
  • আগামিকাল আদালতে পেশ

অবশেষ অনুব্রত মণ্ডলকে নিয়ে দিল্লি উদ্দেশে রওনা ইডির (ED)। মঙ্গলবার দুপুরে জোকা ইএসআই (ESI) হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় অনুব্রত মণ্ডলকে। সেখান থেকে ফিট সার্টিফিকেট পাওয়ার পরেই অনুব্রতকে নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দেয় ইডি। দুপুর প্রায় দু'টো নাগাদ হাসপাতাল থেকে বিমান বন্দরের উদ্দেশে রওনা দেয় ইডির কনভয়। তবে এদিন হাসপাতাল থেকে অনুব্রত মণ্ডলকে বের করার সময় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় ইএসআই চত্বরে। অনুব্রতর (Anubrata Mondal) উদ্দেশে 'গরু চোর' স্লোগান দিতে থাকেন কিছু মানুষ। যদিও তাঁদের তড়িঘড়ি সরিয়ে দেয় পুলিশ। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, ভিস্তারার কলকাতা-দিল্লি-ইউকে-৭৩৮ বিমানে দিল্লি নিয়ে যাওয়া হবে কেষ্ট মণ্ডলকে। রাত ন'টা দশ মিনিটে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা বিমানটির।

দোলের দিন সকালেই অনুব্রত মণ্ডলকে আসানসোল সংশোধনাগার থেকে বের করে কলকাতায় আনা হয়। পথে শক্তিগড়ে ব্রেকফাস্টের জন্য থামে কেষ্টর কনভয়। পুলিশি নিরাপত্তায় দোকানের ভিতরে চলে যান অনুব্রত। কিছুক্ষণের মধ্যেই চলে আসে খাবার। চারটি কচুরি, সঙ্গে ঘন ছোলার ডাল। শেষপাতে ল্যাংচা এবং রাজভোগ। খাবার ও জল খেয়ে, মুখ মুছে কেষ্ট আবার গিয়ে বসেন পুলিশের গাড়িতে। এরপরেই কনভয় আবার দৌড়ায় জোকা ইএসআই হাসপাতালের উদ্দেশে।

তবে এদিন খাবারের দোকানে অনুব্রতকে তিনজনের সঙ্গে নিচু গলায় কথা বলতে দেখা যায়। তিনজনের মধ্যে দু'জনের পরিচয় জানা গিয়েছে। একজন তুফান মিদ্দা, অনুব্রতর মেয়ে সুকন্যার গাড়ির চালক। অন্যজন অনুব্রতর ঘনিষ্ঠ তৃণমূল নেতা কৃপাময় ঘোষ। কিন্তু পুলিশি ঘেরাটোপ ডিঙিয়ে কীভাবে ওই তিনজন অনুব্রতর কাছে পৌঁছলেন তা নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে প্রশ্ন।

প্রথমে শোনা যাচ্ছিল, সন্ধের মধ্যেও যদি ইডি অনুব্রত মণ্ডলকে নিয়ে দিল্লি পৌঁছতে পারে তাহলে ম্যাজিস্ট্রেটের বাড়ির এজলাসে তাঁকে পেশ করা হবে। কিন্তু পৌঁছতে রাত হয়ে যাবে বলে, আজ আর তা হবে না। ফলে একেবারে আগামিকাল বুধবার অনুব্রত মণ্ডলকেকে পেশ করা হবে আদালতে। অনুব্রতকে ১৪ দিনের হেফাজতে চাইতে পারে ইডি। 

Advertisement

আরও পড়ুন - দুই জেলায় বৃষ্টির সম্ভাবনা, দোলের দিন কী পূর্বাভাস?

 

Advertisement