Garhbeta Blast: গড়বেতায় রেললাইনে বিস্ফোরণ! চালকের তৎপরতায় বাঁচল রাজধানী, নেপথ্যে কারা?

জঙ্গলমহলে রেললাইনে বিস্ফোরণ। পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় রেল লাইনে জোরালো বিস্ফোরণ হয়েছে বলে খবর। রবিবার রাতে, গড়বেতা স্টেশন সংলগ্ন শিলাই হল্টের কাছে এই ঘটনা ঘটে। 

Advertisement
গড়বেতায় রেললাইনে বিস্ফোরণ! চালকের তৎপরতায় বাঁচল রাজধানী, নেপথ্যে কারা?গড়বেতায় রেল লাইনে বিস্ফোরণ!
হাইলাইটস
  • জঙ্গলমহলে রেললাইনে বিস্ফোরণ।
  • পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় রেল লাইনে জোরালো বিস্ফোরণ হয়েছে বলে খবর।
  • রবিবার রাতে, গড়বেতা স্টেশন সংলগ্ন শিলাই হল্টের কাছে এই ঘটনা ঘটে। 

জঙ্গলমহলে রেললাইনে বিস্ফোরণ। পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় রেল লাইনে জোরালো বিস্ফোরণ হয়েছে বলে খবর। রবিবার রাতে, গড়বেতা স্টেশন সংলগ্ন শিলাই হল্টের কাছে এই ঘটনা ঘটে। ওই সময় ভুবনেশ্বর থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেন যাচ্ছিল। আচমকাই একটি জোরালো শব্দ শুনতে পান চালক ও গার্ড।

সঙ্গে সঙ্গেই ট্রেন থামিয়ে সতর্কবার্তা পাঠানো হয় পিয়ারডোবা স্টেশনে। এড়ানো যায় বড়সড় দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় রেলপুলিশ। সঙ্গে ছিল স্নিফার ডগ।

এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ালেও, চালকের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। তবে নিরাপত্তার কারণে কিছুক্ষণের জন্য রেল চলাচল বন্ধ রাখা হয় বলে খবর।

রেলের তরফে জানানো হয়েছে, রাজধানী এক্সপ্রেসের লোকো পাইলট প্রথম বিস্ফোরণের শব্দ শুনেই সতর্ক হন। তিনি সঙ্গে সঙ্গে রেল পুলিশকে বিষয়টি জানান। সেখানেই ট্রেন থামিয়ে দেন। এর পর আদ্রা ডিভিশনের রেল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, লাইনে কোনও ক্ষতি হয়নি। চালক আগেভাগেই ট্রেন থামিয়ে দেওয়ায় লাইনচ্যুত হওয়ার ঘটনাও ঘটেনি। 

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ঘটনাস্থল থেকে সাদা পাউডারের মতো একটি পদার্থ পাওয়া গিয়েছে। সেটির নমুনা ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।  

খড়গপুর রেল পুলিশ সূত্রে খবর, গোটা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ফরেন্সিক টিম ঘটনাস্থল খতিয়ে দেখছে বলে জানানো হয়েছে।

এই ঘটনায় ফের জঙ্গলমহলে নাশকতার ছায়া পড়ল। গড়বেতা ও সংলগ্ন অঞ্চল একসময় মাওবাদী কার্যকলাপের জন্য কুখ্যাত ছিল। বহুদিন পর এমন বিস্ফোরণে উদ্বেগ ছড়িয়েছে রেল প্রশাসন ও গোয়েন্দা দফতরের মধ্যে।

এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী বা সংগঠন এর দায় স্বীকার করেনি, তবে তদন্তকারী সংস্থাগুলি বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে।

রেলপুলিশের এক আধিকারিক জানিয়েছেন, 'ঘটনাস্থলে ফরেন্সিক পরীক্ষা ছাড়া কিছু বলা যাবে না। কী বস্তু ছিল, তা পরীক্ষার পরই জানা যাবে।' 

প্রসঙ্গত, সম্প্রতি ঝাড়খণ্ডে রেল লাইন ওড়ায় মাওবাদীরা। অল্পের জন্য এড়ানো যায় বড় ট্রেন দুর্ঘটনা। সেই বিষয়ে বিশদে জানতে এখানে ক্লিক করুন

Advertisement

POST A COMMENT
Advertisement