মেয়েদের উচ্চ শিক্ষার জন্য বিশেষ বৃত্তি কন্যাশ্রী। এই প্রকল্পের জন্য মোট বার্ষিক ব্যয় প্রায় ১৫০০ কোটি টাকা। রাজ্যের লক্ষ লক্ষ পড়ুয়া প্রতি বছর এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছে। ২০২১-’২২ অর্থবর্ষ ও শিক্ষাবর্ষে বাংলার ২৪ লক্ষেরও বেশি ছাত্রী কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পেতে চলেছেন। ছাত্রীদের নামের চূড়ান্ত তালিকা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। শীঘ্রই কন্যাশ্রীর টাকা ঢুকবে ২৪ লক্ষ ছাত্রীর অ্যাকাউন্টে!
প্রশাসন সূত্রে খবর, এই অর্থবর্ষ ও শিক্ষাবর্ষে দক্ষিণ ২৪ পরগনার সবচেয়ে বেশি সংখ্যক ছাত্রী কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাচ্ছেন। এই জেলার ২ লক্ষ ৩২ হাজারেরও বেশি ছাত্রীর অ্যাকাউন্টে কন্যাশ্রীর টাকা ঢুকবে। দক্ষিণ ২৪ পরগনার পর মুর্শিদাবাদের লক্ষাধিক ছাত্রী কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পেতে চলেছেন। জানা গিয়েছে, এই জেলার প্রায় ২ লক্ষ ২৯ হাজার ছাত্রী কন্যাশ্রীর টাকা পেতে চলেছেন।
উত্তর ২৪ পরগনারও দুই লক্ষাধিক ছাত্রী এ বছর কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পেতে চলেছেন। এর মধ্যে ১ লক্ষ ৮৯ হাজার জনের নাম আগে থেকেই নথিভুক্ত ছিল। বাকি নাম এ বছর নতুন করে নথিভুক্ত হয়েছে। একই ভাবে মালদার ১ লক্ষ ১৫ হাজার ছাত্রী এবার কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাবেন। এছাড়াও বীরভূমের প্রায় দেড় লক্ষ, পূর্ব বর্ধমানের ১ লক্ষ ২৬ হাজার, হুগলির ১ লক্ষ ২৭ হাজারেরও বেশি ছাত্রীর অ্যাকাউন্টে কন্যাশ্রীর প্রকল্পের টাকা দেওয়া হবে।
বাঁকুড়ার ১ লক্ষ ৭ হাজার, পুরুলিয়া জেলার প্রায় ৯৯ হাজার, পূর্ব মেদিনীপুরের প্রায় দেড় লক্ষ, পশ্চিম মেদিনীপুরের প্রায় ১ লক্ষ ৩৪ হাজার, ঝাড়গ্রামের ৩৩ হাজার, কোচবিহারের প্রায় ৮৯ হাজার, দক্ষিণ দিনাজপুরের ৪৩ হাজার ছাত্রী শীঘ্রই কন্যাশ্রীর টাকা পেতে চলেছেন। প্রশাসন সূত্রে খবর, পুজোর ছুটির কারণে সবার অ্যাকাউন্টে কন্যাশ্রীর টাকা পাঠানো যায়নি। তবে ইতিমধ্যেই সেই টাকা পাঠানো শুরু হয়ে গিয়েছে।