আমতায় আনিসের গ্রামে ঢুকতে পারলেন না ফিরহাদ হাকিম। রীতিমতো জনরোষের মুখে পড়লেন রাজ্যের মন্ত্রী। তাঁকে ঘিরে চলল গো ব্যাক স্লোগান। পরিবারের সঙ্গে দেখা না করেই ফিরতে বাধ্য হলেন ফিরহাদ।
ধর্মীয় রীতি মেনে এ দিন নিহত ছাত্রনেতার পারলৌকিক ক্রিয়াকর্ম চলছিল। মুসলিম ধর্মগুরুরা গিয়েছিলেন গ্রামে। ফিরহাদ হাকিমেরও বিকেলে তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল। সতীর্থ পুলক রায়কে নিয়ে আনিসের বাড়ির দিকে রওনা হন। কিন্তু গ্রামে ঢোকার মুখে গ্রামবাসীদের বিক্ষোভে মুখে পড়েন ফিরহাদ। তাঁকে ঘিরে চলে গো ব্যাক স্লোগান। বিক্ষোভকারীদের বক্তব্য, ৪২ দিন কেটে গেলেও এখনও পর্যন্ত দোষী ধরা পড়ল না। এত দিনে ওঁর মনে পড়ল!
আনিসের দাদা জানান,'আমরা জানি না কী হয়েছে। ভাইয়ের কাজ চলছিল। আমাদের ধর্মগুরুরা এসেছিলেন।'
আরও পড়ুন- 'বাঁচতে চাই,' বগটুই-কাণ্ডে রাজ্যসভায় কান্নাকাটি রূপার