আগামিকাল ফের পথে বাস-মিনিবাস, জানেন কতগুলি?

বৃহস্পতিবার রাজ্যজুড়ে ৩ হাজার সরকারি বাস নামানো হবে। শুধু কলকাতা শহরেই চলবে ৮০০ সরকারি বাস। এই বিষয়ে পরিস্থিতির কথা বিচার করে বেসরকারি বাস মালিকদের কাছে আগামিকাল যত সম্ভব বেশি বাস রাস্তায় নামানোর আবেদন জানালেন পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম।

Advertisement
আগামিকাল ফের পথে বাস-মিনিবাস, জানেন কতগুলি?প্রতীকী ছবি
হাইলাইটস
  • আগামিকাল রাস্তায় নামবে বাস মিনিবাস
  • গোটা রাজ্য়ে চলবে মোট ৩০০০ বাস
  • শুধু কলকাতাতেই চলবে ৮০০

আগামিকাল বৃহস্পতিবার রাজ্যে ফের শুরু হচ্ছে বাস ও মিনিবাসের চলাচল। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালানো যাবে বাস মিনিবাস। জানা গিয়েছে, এদিন রাজ্যজুড়ে ৩ হাজার সরকারি বাস নামানো হবে। শুধু কলকাতা শহরেই চলবে ৮০০ সরকারি বাস। এই বিষয়ে পরিস্থিতির কথা বিচার করে বেসরকারি বাস মালিকদের কাছে আগামিকাল যত সম্ভব বেশি বাস রাস্তায় নামানোর আবেদন জানালেন পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম।

ভাড়া বৃদ্ধি করতে নিতে হবে অনুমতি
এদিন উবেরের ভাড়া বৃদ্ধি নিয়ে প্রশ্ন করা হয় পরিবহণমন্ত্রীকে। উত্তরে ফিরহাদ হাকিম (Firhad Kakim) জানান, "লাইসেন্স দেওয়ার সময়ই জানিয়ে দেওয়া হয় যে ভাড়া বৃদ্ধির বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে হলে পরিবহণ দফতরের অনুমতি নিতে হবে। ইতিমধ্যেই তাঁদের পরিবহণ দফতরের পক্ষ থেকে চিঠিও দেওয়া হয়েছে।" পাশাপাশি ১০ আসন বিশিষ্ঠ হেলিকপ্টার কেনা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্যের প্রেক্ষিতে ফিরহাদ জানান, "শুভেন্দু অধিকারী যখন পরিবহণমন্ত্রী ছিলেন তখনই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।"

'একজনের জন্য সবাই দোষী নয়'
অন্যদিকে ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে প্রধান অভিযুক্ত দেবাঞ্জন দেবের (Debanjan Deb) প্রসঙ্গে ফিরহাদ বলেন, "এক চিটিংবাজ তার উদ্দেশ্য সফল করতে যা যা করে, তাই করেছে। একজনের জন্য সবাইকে দোষী করা যায় না।" পাশাপাশি পুরসভার দুই কর্মীর গ্রেফতারের বিষয়ে তিনি বলেন, "গ্রেফতার করার এক্তিয়ার আমাদের নেই। আমাদের নজরে আসতেই পুলিশকে জানাই।" একইসঙ্গে যথেচ্ছ নীলবাতির ব্যবহার নিয়ে ফিরহাদ বলেন, "ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী এটা নিয়ে কথা বলেছেন। নীলবাতি ব্যবহারকারীদের একটা তালিকা তৈরি আছে। কেউ যদি নিজে নিজে একটা নীলবাতি কিনে গাড়িতে লাগিয়ে ঘোরে সেটা পুলিশ দেখবে।"


 

POST A COMMENT
Advertisement