ফের বিরল দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে রাজ্যবাসী। আজ মঙ্গলবার রাতের আকাশে দেখা যাবে ৫ গ্রহ। সেগুলি হল বুধ, বৃহস্পতি, শুক্র, ইউরেনাস এবং মঙ্গল। চাঁদের কাছাকাছি এই গ্রহগুলি দেখা যাবে। কলকাতা-সহ রাজ্যের মানুষও এই দৃশ্যে দেখতে পাবেন।
এম পি বিড়লা প্ল্যানেটারিয়াম-এর অধিকর্তা দেবীপ্রসাদ দুয়ারি জানান, মঙ্গলবার সূর্যাস্তের সময় ৫ টা ৫০ মিনিট। তার পরপরই আকাশে দেখা যাবে বুধ ও বৃহস্পতি গ্রহকে। তবে এই দুই গ্রহ বেশিক্ষণ দৃশ্যমান থাকবে না। এই দুই গ্রহকে চাঁদের আশপাশে দেখা যাবে।
NASA-র তরফে জানানো হয়েছে, পৃথিবীর যে কোনও কোণ থেকে আপনি এই দৃশ্য দেখতে পাবেন। সহজেই বৃহস্পতি, শুক্র এবং মঙ্গল গ্রহকে দেখা যাবে। সব থেকে উজ্জ্বল দেখাবে শুক্র। লালচে রঙের মঙ্গলকে দেখা যাবে একেবারে চাঁদের কাছে। তবে বুধ এবং ইউরেনাসকে দেখতে গেলে দূরবীন ব্যবহার করতে হবে।
আরও পড়ুন : রাজ্যের আকাশে কালীর তৃতীয় নয়ন? ছবি ঘুরে বেড়াচ্ছে সোশ্যালে
কখন দেখা যাবে? জ্যোতির্বিজ্ঞানীদের মতে, সন্ধে সাড়ে ৭টায় আকাশে দেখা যাবে তিন গ্রহ। কারণ সূর্যাস্তের প্রায় আধ ঘণ্টা পরই বুধ এবং বৃহস্পতি দ্রুত ডুবে যাবে। ফলে সেই সময় ওই দুই গ্রহকে দেখা মুশকিল হবে। তবে সাড়ে ৭টার দিকে সূর্যাস্তের পর সেগুলো ফের দেখতে পাবেন।
প্রসঙ্গত, গত ২৪ মার্চ সন্ধেবেলা পশ্চিম আকাশে এক ফালি চাঁদের ঠিক নিচেই জ্বলজ্বল করতে দেখা যায় শুক্রগ্রহকে। দুই মহাজাগতিক বস্তু সেদিন প্রায় ৬.৫ ডিগ্রির ব্যবধান ছিল। অনেকেই চাঁদের দিকে তাকিয়ে এই দৃশ্য দেখে অবাক হয়ে যান। সোশ্যাল মিডিয়ায় তার ফটো তুলেও পোস্ট করতে শুরু করেন।
সেদিন জ্যোতির্বিজ্ঞানীরা দাবি করেন, শুক্রবার চাঁদকে প্রায় আড়াইশো গুণ বেশি উজ্জ্বল দেখিয়েছিল। আর চাঁদের নিচে যে ছোটো বিন্দুটি দেখা গিয়েছিল সেটি আসলে শুক্রগ্রহ।, শুক্রবার চাঁদের দ্বারা গ্রহণ হয়েছিল শুক্রগ্রহের। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছিলেন, বিকেল ৪ টে ৪৩ মিনিট থেকে সন্ধে ৬ টা ৩৮ মিনিট পর্যন্ত শুক্রগ্রহ ছিল চাঁদের আড়ালে। পরে গ্রহটি বেরিয়ে আসে। তখনই এই অদ্ভূত সুন্দর দৃশ্যটি দেখা যায়। এই ঘটনার ফলে পৃথিবীর কোনও ক্ষতি হবে না। প্রতি এক বছর অন্তর এই ঘটনা ঘটে। আগামী ৪ঠা নভেম্বরও এমনই ঘটনার সাক্ষী থাকবে বিশ্ব।