সাংসদ দেবের সামনেই প্রকাশ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূলের দুই গোষ্ঠী। রবিবার ঘাটালে শিশু মেলার কমিটি গঠন নিয়ে আলোচনা চলছিল। সেই আলোচনাই বিবাদের রূপ নেয়। কাদের নেতৃত্বে কমিটি গঠন হবে, তাই নিয়ে শুরু হয় বচসা। এরপর দেবের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূলের দুই গোষ্ঠীর সমর্থকরা। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
রবিবার ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামে মেলার কমিটি গঠনের প্রস্তুতি বৈঠক চলছিল। বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ দেব। সেই মিটিংয়েই কারা কমিটি গঠন করবে, তাই নিয়ে বচসা শুরু হয়। একদিকে প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলুইয়ের সমর্থকরা জানান, তাঁরা আগে থেকেই কমিটি গঠন করে নিয়েছেন। নেতৃত্বে রয়েছেন খোদ শঙ্কর দোলুই।
এদিকে দেবের সমর্থকরা তাঁরই নেতৃত্বে কমিটি গঠনের দাবি তুলতে শুরু করেন। তাঁরা শঙ্কর দোলুইয়ের কমিটিকে মানবেন না বলে জানিয়ে দেন।
এরপরেই দুই গোষ্ঠীর মধ্যে প্রকাশ্যে বচসা শুরু হয়। ঝগড়া, চেঁচামেচি গড়ায় হাতাহাতিতে। তৃণমূল কর্মীদের মধ্যে মারপিট শুরু হয়ে যায়।
বৈদ্যুতিন সংবাদমাধ্যমের ভিডিওতে দেখা যাচ্ছে, হাত বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিলেন সাংসদ দেব। সমর্থকদের শান্ত করার চেষ্টা করছিলেন। কিন্তু তৃণমূল কর্মীরা এতটাই উত্তেজিত হয়ে পড়েন যে তাঁর কথায় কেউ কর্ণপাতও করেননি। এরই মধ্যে দেবের সমর্থকরা তাঁকে বেরিয়ে আসতে অনুরোধ করেন। শোনা যায়, কেউ চেঁচিয়ে বলছেন, 'দেবদা, বেরিয়ে আসুন'।
তৃণমূল কর্মীদের একাংশ ও নিরাপত্তা কর্মীদের সহায়তায় ঘটনাস্থল থেকে বেরিয়ে আসেন দেব। তাঁকে দ্রুত গাড়িতে তুলে দেন নিরাপত্তা কর্মীরা। কিছুক্ষণ পর ঘটনাস্থল থেকে বেরিয়ে আসতে বাধ্য হন। এদিকে তাঁর সামনেই তুমুল হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল কর্মী-সমর্থকরা।
খবর পেয়ে দ্রুত হস্তক্ষেপ করে স্থানীয় থানার পুলিশ। পরিস্থিতি শান্ত করেন তাঁরা। এরপর আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। সংবাদমাধ্যমের ক্যামেরায় দেখা যাচ্ছে, রক্তাক্ত অবস্থায় বৈঠক স্থল থেকে বেরিয়ে আসছেন তৃণমূল সমর্থক।
এদিকে গোটা ঘটনার আকষ্মিকতায় স্তম্ভিত দেব। তিনি জানান, 'এই পরিস্থিতি কেন তৈরি হল, তা বুঝতে পারছি না। আমি হতবাক। মেলার জন্য একটি কমিটি তৈরি করা হয়েছিল, কিন্তু সেই কমিটির গঠন নিয়ে আমাকে শুরুতে জানানো হয়নি। পরে একতরফা সিদ্ধান্ত নিয়ে কমিটি গঠন করা হয় এবং অনুমতি নেওয়া হয়।' তিনি জানান, শঙ্কর দোলুইয়ের সম্মান বজায় রেখে, তাঁর সুপারিশ নিয়ে কমিটি গঠনের জন্যই এই বৈঠক ডাকা হয়েছিল। সেখানে এমন ঘটনা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না বলে জানান। তিনি আরও বলেন, 'আমি কথা দিচ্ছি এমন ধরনের ঘটনা আর ঘটবে না। দেব সাংসদ থাকুক বা না থাকুক।'
অন্যদিকে শঙ্কর দোলুই এই হাতাহাতির পিছনে 'পরিকল্পিত ষড়যন্ত্র' আছে বলে মনে করছেন। 'কীভাবে এই ঘটনা ঘটল বুঝতে পারছি না,' বললেন তিনি।