হাওড়া ও উত্তর দিনাজপুরের ডালখোলায় রাম নবমীর শোভাযাত্রার উপর উঠেছে হামলার অভিযোগ। দুটি ঘটনায় সিবিআই তদন্তের দাবি করে হাইকোর্টের শরণাপন্ন হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিভাগনানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। হাইকোর্ট মামলা গ্রহণ করেছে। আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা।
বৃহস্পতিবার হাওড়া ও ডালখোলায় রাম নবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। হাওড়ার শিবপুরে রাম নবমীর মিছিল যাওয়ার সময় শুরু হয় গন্ডগোল। তার পর একের পর এক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৩৬ জনকে। অন্যদিকে, উত্তর দিনাজপুরের ডালখোলায় রাম নবমীর শোভাযাত্রায় অশান্তির জেরে মৃত্যু হয়েছে একজনের। আহত ৫-৬ জন। জখমদের মধ্যে রয়েছেন পুলিশ সুপার বিশপ সরকার।
দুটি ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাল্টা শুভেন্দু দাবি করেন, অশান্তির কারণ মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর শুক্রবার সকালে মামলা দায়ের করলেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, এই ঘটনায় তদন্ত করুক সিবিআই। রাজনৈতিক মহলের মতে, রাজ্য পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলছেন বিরোধী দলনেতা। সেজন্য হাইকোর্টে মামলা দায়ের।
গোটা ঘটনায় গেরুয়া শিবিরের দিকে আঙুল তুলেছেন মমতা। তাঁর কথায়,'বারবার একই চেষ্টা। আজকেও হাওড়ায় দাঙ্গা করেছে। আমি বারবার বলেছি, রাম নবমীর মিছিল আটকাব না। আপনারা যান, শান্তিপূর্ণভাবে করুন। আমাদের পার্টিকেও বলেছি। পুলিশকে ডায়রেক্ট নির্দেশ দেওয়া ছিল, একদিকে যেমন অন্নপূর্ণা চলছে, অন্যদিকে মুসলিমদের রমজান মাসের রোজা চলছে। বারবার বারণ করেছিলাম। আমি তো ওদের বন্ধ করিনি। বাইরে থেকে ভাড়া করে গুন্ডা দিয়ে আগুন লাগিয়ে দাও, দাঙ্গা লাগিয়ে দাও।'
আরও পড়ুন- রাম নবমী ঘিরে হাওড়া সহ একাধিক জায়গায় হিংসা, মৃত ১, ধৃত ৩৬