মর্মান্তিক! ডোমজুড়ে প্রতিবন্ধী শিশুকে ফ্ল্যাটে বন্দি রাখল প্রোমোটার

বছর পাঁচেক আগে ডোমজুড়ের কাচারিবাড়ি এলাকার বাসিন্দা ধনঞ্জয় প্রামাণিক এবং আরও একজন শরিক নিজেদের জমিতে একজন প্রোমোটারকে (Promoter) আবাসন তৈরির অনুমতি দেন। সেখানে আবাসন তৈরি হওয়ার পর চুক্তি অনুযায়ী দু'জনের মধ্যে ফ্ল্যাট বণ্টনও হয়ে যায়। তবে পরবর্তী সময়ে ওই প্রোমোটার নিয়ম বহির্ভূতভাবে আরও একটি তল নির্মাণ করায় মতবিরোধ শুরু হয় ধনঞ্জয় প্রামাণিকের সঙ্গে।

Advertisement
মর্মান্তিক! ডোমজুড়ে প্রতিবন্ধী শিশুকে ফ্ল্যাটে বন্দি রাখল প্রোমোটারপ্রতীকী ছবি
হাইলাইটস
  • ফ্ল্যাট নিয়ে বিবাদ
  • প্রতিবন্ধী শিশুকে বন্দি করা হল ফ্ল্যাটে
  • হাওড়ার ডোমজুড়ের ঘটনা

ফ্ল্যাট নিয়ে বিবাদের জেরে দীর্ঘক্ষণ প্রতিবন্ধী শিশুকে বন্দি করে রাখার অভিযোগ উঠলো। ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ে (Howrah Domjur)। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ডোমজুড় থানার পুলিশ। দরজা ভেঙে উদ্ধার করা হয় শিশুকে। ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, বছর পাঁচেক আগে ডোমজুড়ের কাচারিবাড়ি এলাকার বাসিন্দা ধনঞ্জয় প্রামাণিক এবং আরও একজন শরিক নিজেদের জমিতে একজন প্রোমোটারকে (Promoter) আবাসন তৈরির অনুমতি দেন। সেখানে আবাসন তৈরি হওয়ার পর চুক্তি অনুযায়ী দু'জনের মধ্যে ফ্ল্যাট বণ্টনও হয়ে যায়। তবে পরবর্তী সময়ে ওই প্রোমোটার নিয়ম বহির্ভূতভাবে আরও একটি তল নির্মাণ করায় মতবিরোধ শুরু হয় ধনঞ্জয় প্রামাণিকের সঙ্গে।

অভিযোগ, সেই বিবাদেরই জেরেই মঙ্গলবার ঘটে যায় এই ভয়ঙ্কর ঘটনা। এদিন সকাল ১১টা নাগাদ ধনঞ্জয় প্রামাণিকের স্ত্রী যখন তাঁর স্কুল ফেরত মেয়েকে নিতে আবাসনের নীচে নামেন, সেইসময় ঘরে একাই ছিল তাঁদের প্রতিবন্ধী ছেলে। অভিযোগ, তখনই ওই প্রোমোটার ঘনিষ্ঠ সিন্টু মণ্ডল গিয়ে বাচ্চাটিকে ঘরের মধ্যে তালাবন্ধ করে দেয়। এদিকে ধনঞ্জয়বাবুর স্ত্রী ফিরে এসে দেখেন ফ্ল্যাট তালাবন্ধ অবস্থায় রয়েছে। এরপর তড়িঘড়ি নীচে নেমে দেখেন, তিন তলার বারান্দায় বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে ছেলে।

এরপরেই কান্নাকাটি শুরু করে দেন ধনঞ্জয়বাবুর স্ত্রী। ছুটে আসেন এলাকাবাসীরা। খবর যায় ডোমজুড় থানায়। খবর পয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুড় থানার পুলিশ। এরপর মিস্ত্রি ডেকে দরজা ভেঙে ওই শিশুটিকে উদ্ধার করা হয়। ডোমজুড় থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে সিন্টু মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। 

আরও পড়ুন'TMC মানে টাকা মারা কোম্পানি,' ইনসাফ সভায় আক্রমণ সেলিমের

 

POST A COMMENT
Advertisement