দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে অস্ত্র কারখানার হদিশ পেল পুলিশ। ওই কারখানা থেকে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে কারখানার মালিককে। তাঁর নাম রহমতুল্লা শেখ। জয়নগরে নিজের বাড়িতে এই অস্ত্র কারখানা খুলেছিলেন রহমতুল্লা। তাঁর বাড়ি থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম-সহ ৮টি ওয়ান শটার বন্দুক ও ২টি লং রাইফেল বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল যে একজন নির্দিষ্ট ব্যক্তি নিজের হাতে অস্ত্র তৈরি করছে। গোপন সূত্রে খবর পেয়েই বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি), জয়নগর থানা এবং বকুলতলা থানার পুলিশ অভিযানে নামে। তল্লাশিতে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম পাওয়া গিয়েছে। উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র তৈরির পালিশ মেশিন, ড্রিল মেশিন, ডাইস, ফাইল, করাত, হ্যাক্সো, বাটালি, হাতুড়ি, লোহার পাত, পাইপ।
বারুইপুরের পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি বলেছেন, এখনও পর্যন্ত আমরা অভিযুক্তের কোনও রাজনৈতিক যোগ পায়নি। তবে আমরা এই দিকটাও খতিয়ে দেখব। রহমতুল্লা নিজের হাতে অস্ত্র তৈরি করছিলেন এবং এই অস্ত্র সরবরাহ করছিলেন। আজ আদালতে হাজির করে তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে।'