গরু পাচার মামলায় বিগত বেশ কয়েক মাস ধরে জেল বন্দি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। এই পরিস্থিতিতে বীরভূম তিনি নিজে দেখবেন বলে কয়েকদিন আগে জানিয়েছেন খোদ তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই মাঝে এবার বিস্ফোরক দাবি বীরভূমের আরও এক তৃণমূল নেতা তথা 'অনুব্রত বিরোধী' বলে পরিচিত কাজল শেখের। অনুব্রত মণ্ডল জেল থেকে দল চালাচ্ছেন বলেই কার্যত দাবি করলেন কাজল।
রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাজল শেখ (Kajal Shaikh TMC) বলেন, "হয়ত জেল থেকে বিকাশদার সঙ্গে কেষ্টদার ফোনে কথা হচ্ছে, সেই কারণেই উনি বলছেন কেষ্টদার কথামতো চলছে। তাঁর ফোন চেক করলেই বোঝা যাবে"। কাজল আরও বলেন, "মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও যে কোর কমিটির বৈঠক হয়নি সেই নিয়ে আমি প্রতিবাদ করেছি এবং আমি জানিয়েছি কোর কমিটির বৈঠক হওয়ার আগে জেলা কমিটির বৈঠক কী করে সম্ভব"?
প্রসঙ্গত, গতকাল বোলপুরের তৃণমূল (TMC) কার্যালয়ে বীরভূম জেলা কমিটির বৈঠক ডাকা হয়। সেখানে উপস্থিত ছিলেন নানুরের তৃণমূল নেতা তথা জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখ। কিন্তু, বৈঠক চলাকালীন হঠাৎ করেই কাজল শেখ দলীয় কার্যালয় ছেড়ে বেরিয়ে যান। সূত্রের খবর, কোর কমিটির সদস্য হলেও তাঁকে যথাযোগ্য সম্মান দেওয়া হয়নি বলে অভিযোগ। পাশাপাশি বারবার কোর কমিটির বৈঠক না ডাকা নিয়েও প্রতিবাদ করেন তিনি। আর তাই ক্ষোভ প্রকাশ করেই জেলা কমিটির বৈঠক ছেড়ে বেরিয়ে যান কাজল।
এদিকে যাঁর নামে এই মন্তব্য করছেন কাজল শেখ, সেই সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী (Bikash Roychoudhury) অবশ্য গোটা বিষয়টি অস্বীকার করেছেন। সংবাদমাধ্যমের সামনে তিন বলেন, "যেটা বলেছে সেটা পুরোপুরি মিথ্যা, আমার সঙ্গে কারও কোনও অভিযোগ নেই। তবে একথা বলতে পারি, অনুব্রত মণ্ডল এই জেলায় যেভাবে সংগঠন তৈরি করে গেছেন, যে পরিকাঠামো তৈরি করে গেছেন, আমরা সেই পরিকাঠামোটাই ব্যবহার করছি ও সেভাবেই এগিয়ে চলেছি। আমরা খুব শক্তিশালী বীরভূম জেলায়। সুতরাং এখানে কারও সঙ্গে ফোনে কথা বলার প্রয়োজন হয় না, সেটা অনুকরম করলেই পুরোপুরি কাজটা হয়ে যায়। এটা বিভ্রান্তিকর খবর, এতে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে"।
আরও পড়ুন - ক্যানিংয়ে মহিলা TMC কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার, ঘনীভূত রহস্য