scorecardresearch
 

ক্যানিংয়ে মহিলা TMC কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার, ঘনীভূত রহস্য

পরিবার ও স্থানীয় সূত্রে খবর, এলাকার একটি আলু ক্ষেতে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় সুচিত্রা মণ্ডল নামে ওই তৃণমূল কর্মীকে। গলায় ধারাল কোনও অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • আলু ক্ষেতে মহিলা তৃণমূল কর্মীর দেহ উদ্ধার
  • গলায় গভীর ক্ষত
  • তদন্ত শুরু পুলিশের

আলু ক্ষেতে মধ্যে পাওয়া গেল মহিলা তৃণমূল (TMC) কর্মীর রক্তাক্ত দেহ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যনিংয়ে (Canning, South 24 Parganas, West Bengal)। মৃতার নাম সুচিত্রা মণ্ডল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নেপথ্যে রাজনৈতিক কোনও যোগ আছে, নাকি অন্য কারণে এই ঘটনা, তা খতিয়ে দেখেছে পুলিশ। 

গলায় আঘাতের চিহ্ন
পরিবার ও স্থানীয় সূত্রে খবর, এলাকার একটি আলু ক্ষেতে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় সুচিত্রা মণ্ডল নামে ওই তৃণমূল কর্মীকে। গলায় ধারাল কোনও অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। 

এলাকায় ব্যাপক চাঞ্চল্য
পঞ্চায়েত নির্বাচনের আগে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। ঠিক কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। নেপথ্যে কোনও রাজনৈতিক কারণ রয়েছে কিনা তাও খুঁজে দেখা হচ্ছে। এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার এবং উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছেন মৃতার পরিবারের সদস্যরা। 

পঞ্চায়েতের আগে বাড়ছে রক্তপাত

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মাঝেমধ্যেই মিলছে রক্তপাতের খবর। এর আগে বোমা-গুলিতেও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। তারমধ্যে কয়েকজন শিশুও রয়েছে। একের পর এক এই ধরনের ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন ওয়াকিবহালমহল। 

আরও পড়ুন - মেদ ঝরায়-পিরিয়ডের ব্যথা কমায়, পেঁপের বীজের বহু গুণ

 

Advertisement