scorecardresearch
 

'পুরভোটে ৫০০ টাকা করে দিয়ে পুলিশকে চুপ করিয়ে রেখেছিল'

শুভেন্দু অধিকারীর কথায়, 'সব পুলিশ তো খারাপ নয়। আমাকে ব্যারাকপুরের কয়েকজন পুলিশ বলছিল, জলখাবারের জন্য ওঁদের হাতে ৫০০ টাকা করে দেওয়া হয়েছিল। আর বলা হয়েছিল চুপ করে থাকতে। এভাবে তো হয়েছে সবকিছু।'

Advertisement
শুভেন্দু অধিকারী (ফাইল ছবি) শুভেন্দু অধিকারী (ফাইল ছবি)
হাইলাইটস
  • কলকাতার পুরভোট হয়নি
  • ভোট করতেই দেয়নি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ও নির্বাচন কমিশন
  • এই অভিযোগ আগেও করেছেন শুভেন্দু অধিকারী

কলকাতার পুরভোট হয়নি। ভোট করতেই দেয়নি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ও নির্বাচন কমিশন। এই অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার তাঁর বিস্ফোরক অভিযোগ, পুরভোটের সময় পুলিশ কর্মীদের হাতে ৫০০ টাকা করে দিয়ে তাঁদের মুখ বন্ধ করে রাখতে বাধ্য করা হয়েছিল। এদিন নদিয়ার হাঁসখালিতে একটি সভা থেকে এই কথা বলেন তিনি। 

আরও পড়ুন : কলকাতা পুরসভায় এবার থাকছেন না কোনও বিরোধী দলনেতা

শুভেন্দু অধিকারীর কথায়, 'সব পুলিশ তো খারাপ নয়। আমাকে ব্যারাকপুরের কয়েকজন পুলিশ বলছিল, জলখাবারের জন্য ওঁদের হাতে ৫০০ টাকা করে দেওয়া হয়েছিল। আর বলা হয়েছিল চুপ করে থাকতে। এভাবে তো হয়েছে সবকিছু।' 

কলকাতা পুরভোট নিয়ে পুরোনো ঝাঁঝ বজায় রেখে শুভেন্দু অধিকারী আরও বলেন, 'যে ভোটে EVM-এ VVPAT থাকে না, যে ভোটে CCTV-র তার কেটে দেওয়া হয় সেটাকে আমি ভোট বলে মানি না। আমাদের কোনও কোনও নেতা চ্যানেলে বসে তর্ক করছেন ভোট নিয়ে। আমি তো ভোট হয়েছে বলে বিশ্বাসই করি না।'

আরও পড়ুন : র নয়, বালির ২ বধূর প্ল্যান ছিল মিস্ত্রি প্রেমিকদের সঙ্গেই ঘর করবেন

রাজ্যের বিরোধী দলনেতার আরও দাবি, 'ভোট কীভাবে হবে তা দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করে দিয়েছিলেন আগে থেকেই। তাই ভোট প্রসঙ্গে কিছু জিজ্ঞাসা করার থাকলে ওই দুই জনকেই জিজ্ঞাসা করুন।' 

 

Advertisement