Kolkata Rathyatra 2023: ইসকন থেকে মাহেশ, রথে কোথায়-কী ভোগ-অনুষ্ঠান? বিস্তারিত

আজ রথযাত্রা উৎসব। কলকাতা থেকে জেলায় জেলায় পালিত হচ্ছে রথ উৎসব, মেলা। মাহেশ থেকে ইসকনে পালিত হচ্ছে রথযাত্রা। ইসকনে এ বছরের রথযাত্রার থিম মানসিক শান্তি। এই থিমে ওড়িশায় ট্রেন দুর্ঘটনার পাশাপাশি মানসিক অসুস্থতা বৃদ্ধিকে তুলে ধরে। করোনার প্রকোপ থেকে সম্প্রতি করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা।

Advertisement
ইসকন থেকে মাহেশ, রথে কোথায়-কী ভোগ-অনুষ্ঠান? বিস্তারিতইসকন থেকে মাহেশে রথের দড়িতে টান
হাইলাইটস
  • আজ রথযাত্রা উৎসব
  • কলকাতা থেকে জেলায় জেলায় পালিত হচ্ছে রথ উৎসব, মেলা
  • মাহেশ থেকে ইসকনে পালিত হচ্ছে রথযাত্রা

Kolkata Rathyatra 2023: আজ রথযাত্রা উৎসব। কলকাতা থেকে জেলায় জেলায় পালিত হচ্ছে রথ উৎসব, মেলা। মাহেশ থেকে ইসকনে পালিত হচ্ছে রথযাত্রা। ইসকনে এ বছরের রথযাত্রার থিম মানসিক শান্তি। এই থিমে ওড়িশায় ট্রেন দুর্ঘটনার পাশাপাশি মানসিক অসুস্থতা বৃদ্ধিকে তুলে ধরে। করোনার প্রকোপ থেকে সম্প্রতি করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা। তাই ৫২ তম রথযাত্রায় বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে। একথা জানিয়েছেন কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস।

এদিন  অ্যালবার্ট রোড মন্দিরে ডোনা গঙ্গোপাধ্যায়ের ডান্স ট্রুপ দীক্ষামঞ্জরী একটি ওড়িশি নৃত্য পরিবেশন করবে। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেলা ১টায় রথযাত্রার উদ্বোধন করবেন। দুপুর ২ টোয় রথযাত্রা শুরু হবে।

৬২৭ বছরের পুরনো মাহেশের রথযাত্রা উৎসব। গোটা দেশের মধ্যে মাহেশের রথ দ্বিতীয় প্রাচীনতম। প্রায় ৫০ ফুট উচ্চতার এই রথ আগে কাঠের ছিল। এখন এখানে রথ লোহার হয়। এই একটি রথেই জগন্নাথ দেব, শুভদ্রা ও বলরাম। ১৩৫ বছরের ধরে এই রথেই এখনও পুজো হয়ে আসছে হুগলি জেলার মাহেশে। এই রথ পরিচিত নীলাচল নামে। মাহেশের ভোগও খুব বিশেষ। পোলাও, খিচুড়ি, আলুরদম, পনির, ধোঁকার ডালনা ও পায়েস ভোগ দেওয়া হয়।

জেলার মধ্যে সাড়ে ৩০০ বছরের পুরনো বাঁকুড়ার বিষ্ণুপুরের রথযাত্রায় বিরাট সংখ্যক ভক্তসমাগম হয়।  পুরুলিয়ার দেড়শো বছরের প্রাচীন মণি বাইজির রথ। বর্ধমানের রাজবাড়ির রথ। শিলিগুড়িতে ইসকনের মন্দিরের রথযাত্রা উৎসবও খুবই জনপ্রিয়। কোচবিহারের মদনমোহনের রথযাত্রাতেও বিপুল ভক্ত সমাগম ঘটে প্রতি বছর।

POST A COMMENT
Advertisement