Kolkata Weather Update: দিনভর মেঘলা আকাশ, ভ্যাপসা গরম, বৃষ্টির সম্ভাবনা কম কলকাতায়

একদিকে তাপমাত্রা বৃদ্ধি, অন্যদিকে আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল দক্ষিণবঙ্গ। বৃষ্টির অপেক্ষায় দিন গুনছে সবাই। অন্যদিকে উত্তরবঙ্গের ছবিটা একেবারেই আলাদা। নদীবাঁধ ভেঙে বন্যা, প্রবল বৃষ্টিতে একেবারে নাজেহাল বাসিন্দারা। পশ্চিমবঙ্গের দুই দিকে কার্যত দুটি ছবি।

Advertisement
দিনভর মেঘলা আকাশ, ভ্যাপসা গরম, বৃষ্টির সম্ভাবনা কম কলকাতায়
হাইলাইটস
  • একদিকে তাপমাত্রা বৃদ্ধি, অন্যদিকে আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল দক্ষিণবঙ্গ।
  • অন্যদিকে উত্তরবঙ্গের ছবিটা একেবারেই আলাদা।

একদিকে তাপমাত্রা বৃদ্ধি, অন্যদিকে আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল দক্ষিণবঙ্গ। বৃষ্টির অপেক্ষায় দিন গুনছে সবাই। অন্যদিকে উত্তরবঙ্গের ছবিটা একেবারেই আলাদা। নদীবাঁধ ভেঙে বন্যা, প্রবল বৃষ্টিতে একেবারে নাজেহাল বাসিন্দারা। পশ্চিমবঙ্গের দুই দিকে কার্যত দুটি ছবি।

দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বটে, তবে সেই তালিকাটা খুবই ছোট। এখনও গরম সহ্য করতে হবে কোন কোন জেলাকে? কেমন থাকবে, আজ শুক্রবার বীরভূমের আকাশ? একনজরে দেখে নেওয়া যাক আজকের  ওয়েদার আপডেট।

শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। সারাদিন আকাশে হালকা মেঘ থাকলেও, বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। কলকাতায় দুপুরের পর হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে। সারাদিন বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে খুব কড়া রোদ উঠবে না সারাদিন। সামান্য মেঘলা থাকবে আকাশ। এদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৫ ও ২৯ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে, কয়েকদিন ধরে সিকিম পাহাড়ে প্রবল বৃষ্টি়। তার উপর তিস্তা ব্যারাজের জল ছাড়ায় ফুঁসছে উত্তরবঙ্গের একাধিক নদী। তিস্তা বাজার, নাগরাকাটা, জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। বিপর্যস্ত উত্তর সিকিমও। বৃষ্টিতে ফুঁসছে তিস্তা। জলের তোড়ে ভাসছে গাড়ি। ভেঙে পড়ছে বাড়িও। জলের তলায় চলে গিয়েছে রাস্তাঘাট। সব মিলিয়ে বিপর্যস্ত জনজীবন। টানা বৃষ্টির জেরে তিস্তায় জলোচ্ছ্বাস। তার উপর রাম্বি ও কালিঝোরা ড্যাম থেকে জল ছাড়ার ফলে বাড়তি বিপত্তি।

 

POST A COMMENT
Advertisement