scorecardresearch
 

'TMC-র সবচেয়ে বেশি ক্ষতি করেছেন ওই ভদ্রলোক', নাম না করে সৌগতকে নিশানা মদনের

আসন্ন পুরসভা নির্বাচনে প্রার্থী নিয়ে ইতিমধ্যেই চরম অসন্তোষ দেখা দিয়েছে তৃণমূলের অন্দরে। জেলায় জেলায় দেখা যাচ্ছে প্রতিবাদ, বিক্ষোভ, অবরোধ। প্রার্থী নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) কামারহাটিতেও। প্রার্থী বদল না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। আর এই ঘটনায় দমদমের সাংসদ সৌগত রায়কে নিশানা করলেন বিধায়ক মদন মিত্র। 

Advertisement
মদন মিত্র মদন মিত্র
হাইলাইটস
  • প্রার্থী নিয়ে তৃণমূলের অন্দরে অসন্তোষ
  • বাদ গেল না কামারহাটিও
  • নাম না করে সৌগতকে বিঁধলেন মদন

"সবচেয়ে বেশি যদি কেউ তৃণমূলের ক্ষতি করে থাকেন তাহলে ওই ভদ্রলোক। তিনি তৃণমূল কংগ্রেসকে দিনের পর দিন ছোট করেছেন। দলের কর্মীদের সঙ্গে কুকুর-বিড়ালের মত ব্যবহার করছেন। ক্রিমিনালদের বাড়িতে খাচ্ছেন, শুচ্ছেন।" নাম না করে তৃণমূল সাংসদ সৌগত রায়কে (Sougata Roy) এভবেই নিশানা করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। 

আসন্ন পুরসভা নির্বাচনে প্রার্থী নিয়ে ইতিমধ্যেই চরম অসন্তোষ দেখা দিয়েছে তৃণমূলের অন্দরে। জেলায় জেলায় দেখা যাচ্ছে প্রতিবাদ, বিক্ষোভ, অবরোধ। প্রার্থী নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) কামারহাটিতেও। প্রার্থী বদল না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। আর এই ঘটনায় দমদমের সাংসদ সৌগত রায়কে নিশানা করলেন বিধায়ক মদন মিত্র। 

রবিবার রাতে বেলঘড়িয়ার রথতলায় একটি অনুষ্ঠানে নাম না করে সৌগত রায়কে নিশানা করে মদন মিত্র সরাসরি অভিযোগ করেন, "২০০৯ সাল থেকে কামরাটিতে আমরা তিনবার সাংসদ পেয়েছি। কিন্তু দক্ষিণেশ্বর স্কাইওয়াক এবং সাগর দত্ত হসপিটাল ছাড়া কী পেয়েছি, তার খতিয়ান জানতে চাইছি। আমরা আজকে নির্বাচনী প্রচার করতে বেরিয়েছিলাম, সেখানে ক্ষোভ জানিয়ে বলা হয়েছে আপনাদের এমন একজন নেতা যে শুধুমাত্র বিরিয়ানি খাওয়ায়, তেল মাখায়। ১০,০০০ ছেলের চাকরি হয়েছে, যার মধ্যে একটা ছেলেও আপনার দেওয়া নয়। আমি কারও নাম নিয়ে গালাগাল করতে চাই না। আপনারা কি বাপের জমিদারি ভেবেছেন? ১৩ বার দাঁড়িয়েছেন ৯ বার জিতেছেন। কিন্তু মদন মিত্র ভিখারি নয়, রোজ আসন বদলে পালিয়ে যায় না। কামারহাটি কি দেয়নি? যেসব নেতা রোজ আসন বদলায় তাদের তিন-পাঁচবার জিতিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী করেছে। কিন্তু তার বদলে আপনারা কামারহাটিকে কী দিয়েছেন?" 

মদন মিত্র (Madan Mitra) আরও বলেন, "পঞ্চায়েত মোড়লি করে যাতে পার্টির ভাল না হয়, ইচ্ছে করে সেই জায়গাগুলো ঘেঁটে দেওয়া হচ্ছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে ধরে ভিক্ষা চাইছি, আপনি বলুন মদন মিত্র কামারহাটি দেখবে। ৩৫টা ওয়ার্ডের সবকটা না পেলে আমার পদত্যাগ আপনার পায়ে থাকবে। কোনও মারামারি করব না, মানুষ দাঁড়িয়ে ভোট দেবে।" 

Advertisement

নাম না করে সৌগত রায়ের উদ্দেশ্যে মদন বলেন, "উনি বলছেন ওনার গাড়িতে কোনও ক্রিমিনাল চড়বে না। অথচ উনি ক্রিমিনালদের বাড়িতে শুচ্ছেন, তার বাড়িতেই খাচ্ছেন, তার বাড়িতেই লেপ্টে যাচ্ছেন। বাহ, একি চরিত্র! আপনি কোনদিন ডান্ডা খাননি, জেলে যাননি। শুধুমাত্র বেঁকিয়ে বেঁকিয়ে দলের লোককে অপমান করেছেন। কর্মীদের সঙ্গে কুকুর বেড়ালের মতো ব্যবহার করেছেন। আমি ২৩ মাস জেল খেটেছি, আমাকে চমকে লাভ নেই। আমি তৃণমূলের সঙ্গে বেইমানি করব না। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের মধ্যে একটু ফাঁকের সুযোগ পেয়ে সেখানে গলে গিয়ে যা ইচ্ছে তাই বুঝিয়ে দেবেন, সেটা হবে না।" এরপরেই মদন মিত্রের হুঁশিয়ারি, "কামারহাটি নিয়ে খেলছো খেল, শুধু মমতা ও অভিষেকের ছবিটা আছে, তা না হলে পাঁচ মিনিটের মধ্যে তোমায় বুঝিয়ে দিতাম কামারহাটি (Kamarhati) কাকে বলে।"

 আরও পড়ুন - Valentine's Day-কে স্পেশাল করে তুলতে চান? ট্রাই করুন এই আইডিয়াগুলি

 

Advertisement