scorecardresearch
 

Mamata On Centre: 'এলআইসি-ব্যাঙ্কের টাকা আদার ব্য়াপারীদের ঘরে চলে যাচ্ছে', নাম না করে আক্রমণ মমতার

আদানি ইস্যুতে কংগ্রেসের ডাকা বৈঠকে না থাকায় তৃণমূলের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছিল রাহুল গান্ধীর দল। তবে আদানি নিয়ে নিজের অবস্থান ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এখনও পর্যন্ত তাঁর ভাষণে সরাসরির আদানির নাম আসেনি।

Advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়।
হাইলাইটস
  • নাম না করে আদানিকে নিশানা মমতার।
  • আদার ব্যাপারী বলে কটাক্ষ।

নাম না নিয়ে আরও একবার আদানি-কাণ্ডে কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাঁচলায় সরকারি কর্মসূচিতে তিনি বলেন, 'আদার ব্যাপারীদের ঘরে সব চলে যাচ্ছে।' 
  
আদানি ইস্যুতে কংগ্রেসের ডাকা বৈঠকে না থাকায় তৃণমূলের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছিল রাহুল গান্ধীর দল। তবে আদানি নিয়ে নিজের অবস্থান ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তবে এখনও পর্যন্ত তাঁর ভাষণে সরাসরি আদানির নাম আসেনি। বৃহস্পতিবার পাঁচলার সভাতেও তারই পুনরাবৃত্তি। নাম না করে 'আদার ব্যাপারী' বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী।

মমতার কথায়,'আপনারা টাকা কোথায় রাখেন? জীবনবিমায় অনেকের বিমা আছে। হাউসিং লোন আছে। আপনাদের ব্যাঙ্কে টাকা আছে? সেই টাকাগুলো কোথায় যাচ্ছে? আদার ব্যাপারীদের ঘরে চলে যাচ্ছে। অর্থাৎ যে কোনওদিন বলবে, এলআইসি উঠিয়ে দাও। ব্যাঙ্ক-পোস্ট অফিস উঠিয়ে দাও। তো মানুষ যাবে কোথায়? এমন একটা কেন্দ্রীয় সরকার চলছে, যার মুখে শুধু ভাষণ।'

আদানি ইস্যুতে বিজেপিকে কোণঠাসা করার জন্য চেষ্টার কসুর রাখছে না কংগ্রেস। যুগ্ম সংসদীয় কমিটি গড়ে আদানি-কাণ্ডের তদন্ত দাবি করেছেন মল্লিকার্জুন খাড়্গে, অধীর চৌধুরীরা। অধীররা তৃণমূলের বিরুদ্ধে বোঝাপড়ার অভিযোগ করেছেন। এই প্রেক্ষাপটে ত্রিপুরার সভা থেকে নাম না করে নিশানা করেছিলেন মমতা। তিনি বলেছিলেন,'আদার ব্যাপারীরা আজকে দেশ কন্ট্রোল করছে! চারদিন আগেই তো সরকার পড়ে যাচ্ছিল। এখন টিমটিম করে জ্বলছে। যেদিন এলআইসি টিমটিম করে নিভে যাবে, স্টেট ব্যাঙ্কে যে টাকা রেখেছেন তা যখন ডুবে যাবে, তখন কি টাকা ফেরত পাবেন?'

বাজেটের পর বীরভূমের সভা থেকে সরকার পড়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল বলে দাবি করেছিলেন মমতা। তিনি বলেছিলেন,'একে, ওকে ফোন করে টাকা চাওয়া হয়েছিল। তারপর সরকার টেকে। এদিন মমতা আরও একবার সেই দাবি করে বললেন, এখন টিমটিম করে জ্বলছে।'
 

Advertisement

আরও পড়ুন- 'কখনও বলিনি প্রধানমন্ত্রী জড়িত, ওঁকে বোকা বানিয়েছে', আদানি-কাণ্ডে মহুয়া

 

Advertisement