'যত জিতব, তত নম্র হব,' দলকে বার্তা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "১১ হাজার ২৫টি বুথে ভোট হয়েছে। তারমধ্যে ৭টিতে গণ্ডগোল হয়েছে। সেগুলির মধ্যে আবার ৫টিতে ইভিএম (EVM) সংক্রান্ত সমস্যা। আর বাকি ২টিতে পুনর্নির্বাচন হয়েছে। মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছেন। নিজের ভোট নিজে দিয়েছেন। ভোট গণতন্ত্রের উৎসব। যত বেশি মানুষ ভোট দেবেন, গণতন্ত্র তত বেশি প্রাণবন্ত ও উজ্জিবীত হবে। পাহাড় থেকে জঙ্গল, জঙ্গল থেকে সুন্দরবন, প্রত্যেকটা জায়গায় বিরাট জয়, মানুষের কাজ করতে আরও বেশি করে এগিয়ে দেবে।" 

Advertisement
'যত জিতব, তত নম্র হব,' দলকে বার্তা মমতারমমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • পুরভোটে বিপুল জয় তৃণমূলের
  • মানুষকে ধন্যবাদ মমতার
  • দলকে মানুষের সঙ্গে থেকে কাজ করার বার্তা

পুরসভা ভোটে বিপুল জয় তৃণমূলের। আর সেই জয়ের পর ফের একবার মানুষকেই ধন্যবাদ দিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার উত্তরপ্রদেশ যাওয়ার আগে সংবাদমাধ্যমকে তিনি বলেন, "বাংলার মানুষ আরও বেশি করে অনুপ্রাণিত করেছেন, আশীর্বাদ, ভালবাসা, দুয়া দিয়েছেন। মানুষের আশীর্বাদ নিয়েই উত্তরপ্রদেশের উদ্দেশ্যে বেড়িয়েছি।" 

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "১১ হাজার ২৫টি বুথে ভোট হয়েছে। তারমধ্যে ৭টিতে গণ্ডগোল হয়েছে। সেগুলির মধ্যে আবার ৫টিতে ইভিএম (EVM) সংক্রান্ত সমস্যা। আর বাকি ২টিতে পুনর্নির্বাচন হয়েছে। মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছেন। নিজের ভোট নিজে দিয়েছেন। ভোট গণতন্ত্রের উৎসব। যত বেশি মানুষ ভোট দেবেন, গণতন্ত্র তত বেশি প্রাণবন্ত ও উজ্জিবীত হবে। পাহাড় থেকে জঙ্গল, জঙ্গল থেকে সুন্দরবন, প্রত্যেকটা জায়গায় বিরাট জয়, মানুষের কাজ করতে আরও বেশি করে এগিয়ে দেবে।" 

দার্জিলিং (Darjeeling) প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "দার্জিলিং-এ ভোটের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামিদিনে জিটিএ-এর ভোটটাও করে দেব। পঞ্চায়েত ভোটটা আটকে আছে। ওই আইনটা কেন্দ্রের হাতে। আমরা কেন্দ্রকে অনেকবার বলেছি।" 

এই বিপুল জয়ের পর ফের একবার দলের নেতা কর্মীদের আরও বেশি করে নম্র হওয়ার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "যত জিতব তত যেন নম্র হই, শান্ত হই ও স্নিগ্ধ হই। মানুষকে পাশে নিয়ে দুয়ারে সরকার, পাড়ায় পাড়ায় সমাধানের মধ্যে দিয়ে ছোটছোট কাজগুলি যেন এলাকাতেই হয়ে যায়।" 

বিগত ভোটগুলির মতো পুরভোটের রেজাল্টেও সকাল থেকেই কার্যত 'সবুজ' হয়ে ওঠে গোটা বাংলা। ফল ঘোষণা শুরু হতেই দেখা যায় বিরোধীদের অনেকটা পিছনে ফেলে একের পর এক এক পুরসভা দখল করে নিয়েছে তৃণমূল (TMC)। 

আরও পড়ুনবাড়ি ফিরলেন ভুবন বাদ্যকর, এখন কেমন আছেন?


 

POST A COMMENT
Advertisement