scorecardresearch
 

Mamata Banerjee: 'যেখানে বিরোধী দলের সরকার, সেখানেই ভাতে মারার চেষ্টা,' BJP-কে নিশানা মমতার

১০০ দিনের কাজ ও আবাস যোজনার টাকা নিয়ে কেন্দ্রকে ফের নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মুর্শিদাবাদের সাগরদিঘিতে এনিয়ে তিনি ফের সুর চড়িয়েছেন।

Advertisement
কেন্দ্রকে ফের নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে ফের নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • মুর্শিদাবাদের সাগরদিঘিতে প্রশাসনিক সভা করেন মমতা
  • জেলার বিভিন্ন রাস্তাঘাটের উদ্বোধন এবং শিলান্যাস করেন
  • তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখেলের গ্রফেতারি নিয়ে সরব হন

১০০ দিনের কাজ (100 Days Work) ও আবাস যোজনার (Awas Yojana) টাকা নিয়ে কেন্দ্রকে ফের নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আজ মুর্শিদাবাদের সাগরদিঘিতে এনিয়ে তিনি ফের সুর চড়িয়েছেন। মমতা বলেন, 'মুর্শিদাবাদ জেলা আমাকে ২১ সালের নির্বাচনে অনেক কিছু দিয়েছে। এবার শুধু দেখবেন মুর্শিদাবাদ জেলাকে কীভাবে উন্নতি করি। মানুষ দিলে মানুষকেও দিতে হয়। কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা দেয়নি। এটা সংবিধানের পরিপন্থী। গ্রামের আবাস যোজনার বাড়ির টাকা, রাস্তা তৈরির টাকা দিচ্ছে না।'

এরপরই উপস্থিত জনতার উদ্দেশ্যে মমতা প্রশ্ন, 'কেন্দ্র কি দয়া করে টাকা দেয়? না দেয় না। আমাদের ট্যাক্স তুলে নিয়ে যায়। আগে আমরা ট্যাক্স নিতে পারতাম। এখন পারি না। সব ট্যাক্স ওদের কাছে জমা পড়ে। রাজ্যের ভাগ্য যা পড়ে তা জমা হয়। বাংলাকে ভাতে মারার চেষ্টা চলছে। বাংলাকে ভাতে মেরে কেন্দ্রীয় রাজত্ব চলবে না। বিরোধী দলগুলি যেখানে আছে, সেই রাজ্যগুলিকে ভাতে মারার চেষ্টা চলছে।'

আরও পড়ুন:Adi Saptagram Fish Fair EXCLUSIVE: মৎস্য কিনিব, খাইব সুখে! বাংলায় মাছেরও মেলা হয়, ৫০০ বছরের প্রাচীন, কোথায়? দেখুন...

Advertisement