Murshidabad: মুর্শিদাবাদে বোমা ফেটে আহত ৩ শিশু, ভর্তি হাসপাতালে

বোমাকে বল ভেবে খেলতে গিয়ে ফের দুর্ঘটনা। বোমা ফেটে আহত তিন কিশোর। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর থানার টিকটিকি পাড়া এলাকায়। তিনজন গুরুতর আহত হয়। বোমাটিকে বল ভেবে খেলতে শুরু করলে তা ফেটে যায়। কিন্তু বোমা গুলি সেখানে এল কী করে? তদন্ত চালাচ্ছে পুলিশ।

Advertisement
মুর্শিদাবাদে বোমা ফেটে আহত ৩ শিশু, ভর্তি হাসপাতালেবোমা/ প্রতীকী ছবি
হাইলাইটস
  • বোমাকে বল ভেবে খেলতে গিয়ে ফের দুর্ঘটনা
  • বোমা ফেটে আহত তিন কিশোর
  • শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর থানার টিকটিকি পাড়া এলাকায়

বোমাকে বল ভেবে খেলতে গিয়ে ফের দুর্ঘটনা। বোমা ফেটে (Bomb Blast) আহত তিন কিশোর। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Mursidabad) বহরমপুর থানার টিকটিকি পাড়া এলাকায়। তিনজন গুরুতর আহত হয়। বোমাটিকে বল ভেবে খেলতে শুরু করলে তা ফেটে যায়। কিন্তু বোমা গুলি সেখানে এল কী করে? তদন্ত চালাচ্ছে পুলিশ।

এদিন যা ঘটে, স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে বাড়ির পাশে বলের মতো কিছু একটা পড়ে থাকতে দেখে শিশুরা। পড়ে থাকা বোমা বল ভেবে খেলতে গেলে আচমকা ফেটে যায়। ঘটনায় রক্তাক্ত হয় ৩ কিশোর৷ আহত কিশোরদের নাম মামুন আলি, তার বয়স ১১, বছর ১২-র আসিক শেখ ও ১৪ বছরের জুয়েল শেখ।

আরও পড়ুন, মালদায় মহানন্দার ৪৫ কিলোমিটার বাঁধ বেহাল, বর্ষার আতঙ্কে কাঁপছেন এলাকাবাসী

বোমায় আহত শিশুদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। 

POST A COMMENT
Advertisement