scorecardresearch
 

Nandigram Dibas: 'CPM-কে সাফ করেছি, এবার পিসি ভাইপোকেও জেলে ভরব', নন্দীগ্রামে হুঁশিয়ারি শুভেন্দুর

নন্দীগ্রামে (Nandigram) শহিদ তর্পণ কর্মসূচিতে গিয়ে নাম না করে তৃণমূল কংগ্রেসকে (TMC) আক্রান্ত শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhakri)। শুভেন্দুর কর্মসূচির অনুমতি প্রথমে দেয়নি পুলিশ। যা নিয়ে তিনি পুলিশকেও নিশানা করেন।

Advertisement
নন্দীগ্রাম দিবসে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম দিবসে শুভেন্দু অধিকারী
হাইলাইটস
  • নন্দীগ্রামের গোকুলনগরে শহিদ দিবস পালন করেন শুভেন্দু
  • ১৬ বছর আগে ১৪ মার্চই রক্ত ঝরেছিল নন্দীগ্রামে
  • প্রাণ গিয়েছিল ১৪ জনের

নন্দীগ্রামে (Nandigram) শহিদ তর্পণ কর্মসূচিতে গিয়ে নাম না করে তৃণমূল কংগ্রেসকে (TMC) আক্রান্ত শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhakri)। শুভেন্দুর কর্মসূচির অনুমতি প্রথমে দেয়নি পুলিশ। যা নিয়ে তিনি পুলিশকেও নিশানা করেন। বিরোধী দলনেতা বলেন, 'তৃণমূলের ভীষণ গায়ের জ্বালা। ২০২১ সালে নোংরামি করেছে, ২০২২ সালে করার চেষ্টা করেছে। এবার নতুন ফন্দি এঁটেছিল। এখানে ১০০-২০০ জেহাদি জড়ো করে এই জায়গা সকাল থেকে দখল করে রাখবে। লজ্জা লাগে না। নিলর্জ, দলদাস চটি পুলিশ। মমতার বন্দ্যোপাধ্যায়ের পা চাটে। বেতনটা কি ভাইপো দেয়? বেতন কি মমতা বন্দ্যোপাধ্যায় দেয়। আমার আপনার ট্যাক্সের টাকায় বেতন পান। এখানে সবার অধিকার আছে মালা দেওয়ার। কী এমন যুদ্ধ এখান। কেন্দ্রীয় বাহিনী, হাইকোর্টে যেতে হল।'

এরপরই শুভেন্দুর তোপ,'পশ্চিমবঙ্গের এই গণতন্ত্র ধ্বংস। এমনিতেও ঘরে ঢুকিয়ে দিয়েছি। বাকি যা আছে সাফ করব। এই শহিদ বেদীকে সামনে রেখে বলে গেলাম। সিপিএমকে সাফ করেছি। এই পিসি ভাইপোকেও জেলে ভরব। আগামী বছর দেখা হবে। তখন ভাইপো বাইরে থাকবে না ভেতরে থাকবে।'

আরও পড়ুন: West Bengal HS Examination 2023: আজ ১ ঘণ্টা আগে পরীক্ষাকেন্দ্রে, উচ্চ মাধ্যমিক নিয়ে নিয়মগুলি এক নজরে

তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার প্রসঙ্গে শুভেন্দু বলেন, 'যে কেউ রাজনৈতিক দল বা মত পরিবর্তন করতে পারেন। তৃণমূল যা পদ দিয়েছিল আমাকে, বাধ্য হয়েছিল দিতে। দয়া করে দেয়নি। আমি সব ছেড়ে সাধারণ নাগরিকের মতো বিজেপিতে যোগ দিয়েছিলাম। আমার সংবিধান আমাকে সেই অধিকার দিয়েছে আমি আমার স্বাধীন মত, স্বাধীন পথ গ্রহণ করতে পারি।'

Advertisement

Advertisement