আগামী ১২ তারিখ আসানসোল (Asansol) লোকসভা ও বালিগঞ্জ (Ballygunge) বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করে কোমর বেঁধে ভোটের ময়দানে নেমে পড়েছে একাধিক রাজনৈতিক দল। বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করছেন বিগত উপনির্বাচন ও পুরভোটগুলিতে বিজেপি সেভাবে প্রভাব ফেলতে না পারলেও এই দুটি উপনির্বাচনেও লড়াই মূলত ঘাসফুল ও পদ্ম শিবিরের মধ্যেই হবে।
২০১৯ লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্র থেকে দ্বিতীয়বারের জন্য জয়ী হয়েছিলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। তবে পরবর্তী সময়ে তিনি দলত্যাগ ও সাংসদ পদে ইস্তফা দেওয়ার জেরে ওই আসনে উপনির্বাচন করতে হচ্ছে। আর বর্তমানে তিনি তৃণমূলে। তাঁকে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থীও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee) প্রয়াত হওয়ায় উপনির্বাচন হচ্ছে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে। আর আসানসোলে শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করেছে তৃণমূল। অন্যদিকে আবার আসানসোলে বিজেপির প্রার্থী হয়েছেন অগ্নিমিত্রা পল। আর বালিগঞ্জে কেয়া ঘোষকে দাঁড় করিয়েছে গেরুয়া ব্রিগেড।
ইতিহাস বলছে আসানসোল লোকসভা কেন্দ্রটি কোনওদিনই দখল করতে পারেনি তৃণমূল কংগ্রেস। গত শতকের আশির দশকের শেষ ভাগ থেকে একটানা ২০১৪ সাল পর্যন্ত সেটি ছিল সিপিআইএম-এর দখলে। তারপর ২০১৪ সালে ওই আসনে বিজেপির টিকিটে জয় পান বাবুল সুপ্রিয়। ২০১৯-এও সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটে।
অন্যদিকে আবার ১৯৭৭ সালের আগে পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন দল জিতেছে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে। তবে ১৯৭৭ সাল থেকে ২০০৬ পর্যন্ত লাগাতার ওই আসনটি ছিল সিপিআইএম-এর দখলে। ২০০৬ সালে সেটি যায় তৃণমূলের ঝুলিতে। তবে সেই বছর অবশ্য জাভেদ আহমেদ খান তৃণমূলের টিকিটে বালিগঞ্জ থেকে জেতেন। আর তারপর ২০১১ সাল থেকে একটানা ৩ বার বালিগঞ্জে জেতেন সুব্রত মুখোপাধ্যায়। তবে কোনও দিনই বালিগঞ্জে জয় পায়নি বিজেপি। সেই দিক থেকে দেখতে গেলে এবারের উপনির্বাচনে যদি কোনওভাবে আসানসোলে তৃণমূল (TMC) এবং বালিগঞ্জে বিজেপি (BJP) জেতে তাহলে উভয় দলের কাছেই সেটি হবে ওই আসনগুলিতে প্রথম জয়। তবে বাস্তবেই এমন কোনও রেকর্ড তৈরি হয় কিনা তা অবশ্য জানা যাবে উপনির্বাচনের ফল ঘোষণা হলে।
আরও পড়ুন - পেঁয়াজ-আঙুর একসঙ্গে খেলেই কমবে হৃদরোগের ঝুঁকি, রইল ৫ স্বাস্থ্যকর ফুড কম্বিনেশন