চিনে বড়সড় বিমান দুর্ঘটনা। ভেঙে পড়ল Boeing ৭৩৭ বিমান। দুর্ঘটনার সময় তাতে ১৩৩ জন যাত্রী ছিলেন বলে জানা যাচ্ছে। তবে এই দুর্ঘটনায় ঠিক কতোজনের মৃত্যু হয়েছে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে Boeing ৭৩৭ বিমানটি Kunming থেকে Guangzhou যাচ্ছিল। সেই সময় Guangxi প্রদেশে ঘটে দুর্ঘটনাটি। এর জেরে ওই এলাকার পাহাড়েও আগুনের লেলিহান শিখা দেখা যায়।
MU 5735 বিমানটি দক্ষিণ পশ্চিম চিনের ইউনান প্রদেশে অবস্থিত Kunming শহরের Changshui বিমানবন্দর থেকে 1.15 মিনিটে যাত্রা শুরু করে। 3 টে নাগাদ Guangdong প্রদেশের Guangzhou-তে পৌঁছানোর কথা ছিল সেটির। কিন্তু তার মাঝেই ঘটে যায় দুর্ঘটনা।
সংবাদ সংস্থা Xinhua জানাচ্ছে, দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছাবোর চেষ্টা করথে উদ্ধারকারী দল। দুর্ঘটনাগ্রস্থ বিমানটি সাড়ে ছয় বছরের পুরনো বলে জানা যাচ্ছে। 2015 সালে এয়ারলাইন্সের তরফে কেনা হয় বিমানটি। বিমানটিতে মোট 162টি আসন ছিল। যারমধ্যে 12টি ক্লাস এবং 150টি ইকোনমি ক্লাস।
অন্যদিকে এদিনই দিল্লি থেকে উড়ে যাওয়া কাতার এয়ারলাইন্সের একটি বিমান পাকিস্তানের করাচিতে জরুরি অবতরণ করে। দোহা যাচ্ছিল বিমানটি। পরে অন্য বিমানে য়াত্রীদের দোহার উদ্দেশ্যে রওনা করানো হয়।
আরও পড়ুন - জঙ্গলের সঙ্গীত! দেখুন 'ফরেস্ট মিউজিক ফেস্টিভ্যাল,' কখন-কোথায়?