আদালতে নিজের হয়ে সওয়াল করলেন পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার আলিপুর আদালতে নিজের হয়ে ৫ মিনিট সওয়াল করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। পার্থ বলেন, "৮ মাস ধরে গুহার মধ্যে আছি। নিজেই অবাক হচ্ছি। আগে আমি একটা পুজো করতাম। নাম দিয়েছিলাম পাথরী কান। যখন বাড়ি থেকে বেরোতাম, মাথা ঠুকতাম। তখন সবাই আমাকে জিজ্ঞেস করতো কোথায় যাচ্ছিস পার্থ? বলতাম পাথরে মাথা ঠুকতে। প্রতিমাই পাথরের প্রাণ। আমি বলছি, যাই ঘটুক না কেন, আমার বিষয়ে যাই ঘটুক না কেন, সত্য একদিন প্রকাশিত হবে। আমার মন্ত্রী হওয়াটাই অপরাধ!"
এদিন নিজের শিক্ষার প্রসঙ্গও আদালতে উত্থাপন করেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, "আমি খুব ভাল ছাত্র ছিলাম বলা যাবে না। আবার খারাপও বলা যাবে না। আমি রামকৃষ্ণ মিশনে পড়েছি। ব্রিটিশ কাউন্সিল থেকে পাস করে কেন্দ্রীয় সংস্থায় কাজ করেছি। স্যর কী অপরাধ? তাহলে আমার মন্ত্রী হওয়াই কি অপরাধ?"
পার্থ চট্টোপাধ্যায় আরও বলেন, "৭০ বছরের উপর বয়স আমার। থানায় অভিযোগ নেই। বিরোধী দলনেতা ছিলাম। আমাকে কখনও অসৎ বলতে পারেনি কেউ। কিন্তু এখন সে কথা শুনতে হচ্ছে। ৮ মাস বিনা বিচারে থাকব। জীবদ্দশায় এই বিচার দেখে যেতে পারব কি না জানি না। কোথায় চলে যাব! এখানে বড় হয়েছি। একটা বংশ পরিচয় আছে। আমি কোথায় পালিয়ে যাবো? আমি নিয়োগ কর্তা নই। শুধু এটুকু ভাববেন। আমি এগজিকিউটিভ অথরিটি নই।"
এরপর আদালত থেকে বেরোনোর সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "যা বলার কোর্টকে বলেছি। আমি নিয়োগ কর্তা নই, আমি মন্ত্রী ছিলাম। দায়িত্ব নিয়েই মন্ত্রীত্ব পালন করেছি"। এরপরেই তাঁকে প্রশ্ন করা হয়, আপনাকে কি কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে? উত্তরে তিনি বলেন, "যারা নিজেরাই কালি লেগে আছে, তারা আবার কালিমালিপ্ত করবে"। ফের তাঁকে প্রশ্ন করা হয়, দলের সঙ্গে আছেন? পার্থর উত্তর, "আছি আছি আছি"। অন্যদিকে এদিন আদালতে ঢোকার সময় নিয়োগ দুর্নীতিতে সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর নামও জড়ানোর চেষ্টা করেন পার্থ চট্টোপাধ্যায়।
আরও পড়ুন - ব্যবধান ১৮ মিনিট! পার্থ-কুণালের মুখে এক রা, ষড়যন্ত্র বলছে বিরোধীরা