হাওড়ার যাওয়ার পথে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আটকালো পুলিশ। যার জেরে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালেন বিরোধী দলনেতা। তমলুকের রাধামণি মোড়ে আটকানো হয়েছে শুভেন্দুকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই কার্যত তাঁকে আটকানো হচ্ছে বলে দাবি করেন শুভেন্দু অধিকারী।
জানা গিয়েছে, রবিবার তমলুকের রাধামণি মোড়ে শুভেন্দু অধিকারীর গাড়ি পৌঁছতেই তাঁকে আটকে দেয় পুলিশ। ঘটনাস্থলে দেখায় যায় বিশাল সংখ্যাক পুলিশ বাহিনী ও ব়্যাফ। মাঝ রাস্তায় তাঁকে আটকে দেওয়ায় রীতিমতো রাজ্য সরকার ও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের বিরোধী দলনেতা।
শুভেন্দু অধিকারীর দাবি তিনি নিজের গেস্ট হাউজে যাচ্ছেন। আর নিজের বাড়ি যাওয়ার পথে তাঁকে আটকাতে পারে না পুলিশ। বিরোধী দলনেতা বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই নোংরামো করছে পুলিশ। এই বাহাদুরিটা বৃহস্পতিবার-শুক্রবার দেখালে, বা গতকাল পাঁচলায় দেখালে এতগুলো মানুষর ক্ষতি হত না।"
শুভেন্দু অধিকারীর প্রশ্ন তমলুকের রাধামণি এলাকা ১৪৪ ধারা এলাকার মধ্যে পড়ছে না। তাহলে তাঁকে সেখানে আটকানো হচ্ছে কেন? তিনি আরও প্রশ্ন তোলেন, হাওড়ার গ্রামীণ এলাকা থেকে রাধামণি প্রায় ১৫ কিলোমিটার দূরে, তাহলে তাঁকে কেন আটকানো হচ্ছে? যদিও পুলিশ আধিকারিকদের দাবি, তাঁরা সূ্ত্র মারফৎ খোঁজ পেয়েছেন যে হাওড়া গ্রামীণ এলাকায় যেতে পারেন শুভেন্দু অধিকারী। আর তিনি সেখানে গেলে আইন শৃঙ্খলাজনিত সমস্যা তৈরি হতে পারে। শুভেন্দুবাবু বলেন, তিনি গোটা বিষয়টি ফোনে রেকর্ড করেছেন এবং এই বিষয়ে রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে কথাও বলেছেন। প্রসঙ্গত পয়গম্বর বিতর্কে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত হাওড়ার গ্রামীণ এলাকার বিভিন্ন জায়গা।
আরও পড়ুন - নিজের চিকিৎসা করাতে ক্লিনিকে পৌঁছে গেল বানর, ঝড়ের গতিতে VIRAL