Purulia: গরম পড়তেই জল নেই পুরুলিয়া শহরে, পুরসভা ঘেরাও করে তুমুল বিক্ষোভ

প্রচণ্ড গরমের মধ্যেই পানীয় জলের জন্য চরম দুর্ভোগে পড়েছেন পুরুলিয়া শহরের বাসিন্দারা। জল সংকটের প্রতিবাদে বুধবার পুরুলিয়া পুরসভা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন আবাসনবাসীরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পানীয় জলের জন্য আবেদন জানিয়েও কোনও সমাধান মেলেনি। ফলে বাধ্য হয়েই তাঁরা পুরপ্রধানের অফিসে গিয়ে বিক্ষোভ দেখান।

Advertisement
গরম পড়তেই জল নেই পুরুলিয়া শহরে, পুরসভা ঘেরাও করে তুমুল বিক্ষোভপুরসভা ঘেরাও করে ক্ষোভে ফেটে পড়লেন বাসিন্দারা। ফাইল ছবি
হাইলাইটস
  • প্রচণ্ড গরমের মধ্যেই পানীয় জলের জন্য চরম দুর্ভোগে পড়েছেন পুরুলিয়া শহরের বাসিন্দারা।
  • জল সংকটের প্রতিবাদে বুধবার পুরুলিয়া পুরসভা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন আবাসনবাসীরা।

প্রচণ্ড গরমের মধ্যেই পানীয় জলের জন্য চরম দুর্ভোগে পড়েছেন পুরুলিয়া শহরের বাসিন্দারা। জল সংকটের প্রতিবাদে বুধবার পুরুলিয়া পুরসভা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন আবাসনবাসীরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পানীয় জলের জন্য আবেদন জানিয়েও কোনও সমাধান মেলেনি। ফলে বাধ্য হয়েই তাঁরা পুরপ্রধানের অফিসে গিয়ে বিক্ষোভ দেখান।

এদিন পুরুলিয়া শহরের বিভিন্ন ওয়ার্ডের আবাসনের বাসিন্দারা পুরসভা চত্বরে জমায়েত হন। সেখান থেকে তাঁরা সরাসরি পৌরপ্রধান নবেন্দু মাহালির অফিসে গিয়ে জল সংযোগের দাবিতে ক্ষোভ উগরে দেন। বাসিন্দাদের অভিযোগ, সরকার যেখানে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, সেখানে তাঁরা আজ জল না পেয়ে পুরসভায় ছুটতে বাধ্য হচ্ছেন। আবাসনবাসীদের দাবি, শহরের অন্যান্য অংশে জল সংযোগ থাকলেও তাঁদের আবাসনে সেই সুবিধা নেই। ফলে প্রতি বছর গ্রীষ্মে চরম জলকষ্টে পড়তে হয় তাঁদের।

বিক্ষোভকারীরা জানান, এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য বারবার আবেদন জানানো হয়েছে। কিন্তু কোনো ফল মেলেনি। এবার তাঁরা দ্রুত জল সংযোগের দাবি জানিয়ে পুরপ্রধানের কাছে আবেদন করেন। ঘটনার পরিপ্রেক্ষিতে পুরপ্রধান নবেন্দু মাহালি আশ্বাস দেন যে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। তিনি জানান, শহরের সকল বাসিন্দাকে পানীয় জল সরবরাহের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে এবং আবাসনের বাসিন্দাদের সমস্যার সমাধানের জন্য বৈঠক ডাকা হবে। বিক্ষোভকারীরা পুরপ্রধানের আশ্বাসে কিছুটা আশ্বস্ত হলেও, তাঁদের দাবি, যতক্ষণ না স্থায়ী সমাধান হচ্ছে, ততক্ষণ আন্দোলন চলবে।

সংবাদদাতা- অনিল গিরি

 

TAGS:
POST A COMMENT
Advertisement