scorecardresearch
 

ইউরোপের বরাত বন্ধ, দিল্লির বাজারের ভরসায় মালদার আম

করোনা পরিস্থিতির জেরে এবারে বিদেশে যাচ্ছে না মালদার আম। মাথায় হাত জেলার রপ্তানিকারকদের। তবে করোনা বিধি-নিষেধের কারণে এ বছর ইউরোপের দেশগুলিতে মালদার আম না পাঠানো গেলেও, আন্তঃরাজ্য বাজারে জেলার আম রপ্তানি করে এই আমের সুনাম ধরে রাখতে বদ্ধপরিকর উদ্যানপালন দপ্তরের কর্তারা। 

Advertisement
রফতানির অপেক্ষায় ল্যাংড়া আম রফতানির অপেক্ষায় ল্যাংড়া আম
হাইলাইটস
  • ইউরোপের বরাত নেই লকডাউনে
  • দিল্লী যাবে মালদার আম
  • রাজধানীর চার লক্ষ মানুষ আমের স্বাদ পাবেন

আমের রফতানি নেই

করোনা পরিস্থিতির জেরে এবারে বিদেশে যাচ্ছে না মালদার আম। মাথায় হাত জেলার রপ্তানিকারকদের। তবে করোনা বিধি-নিষেধের কারণে এ বছর ইউরোপের দেশগুলিতে মালদার আম না পাঠানো গেলেও, আন্তঃরাজ্য বাজারে জেলার আম রপ্তানি করে এই আমের সুনাম ধরে রাখতে বদ্ধপরিকর উদ্যানপালন দপ্তরের কর্তারা। 

দিল্লীতে যাবে মালদার আম

সার্বিকভাবে তারা এ নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ইতিমধ্যেই দেশের রাজধানী দিল্লিতে আম পাঠানোর ব্যাপারে সরকারিভাবে জোর তৎপরতা শুরু হয়েছে। জেলা উদ্যানপালন দপ্তরের অধিকর্তার রাহুল চক্রবর্তী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে এবারে মালদার আম ইউরোপে যাচ্ছে না। তবে জেলা আমের সুনাম ধরে রাখার জন্য সবরকম চেষ্টা চালানো হচ্ছে। দিল্লিতে মালদার আম পাঠানো হবে। দিল্লির বাজারে জেলার আম গেলে আম এর সুনাম বিদেশেও ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে। তাই সেই প্রয়াস করা হচ্ছে।

বিদেশ থেকে বরাত বন্ধ

মালদা জেলার ল্যাংড়া, হিমসাগর, ফজলি, লক্ষণভোগ, আলফানসো আমের গুণগত মান যাচাই করে তা বিদেশে পাঠিয়ে একসময় খ্যাতি অর্জন করা হয়েছিল সেই খাতি এখনো বজায় রয়েছে। তবে করোনা পরিস্থিতিতে গত বছর থেকে জেলার আম বিদেশে পাঠানোর ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। বিদেশ থেকেও কোন বরাত আসছে না। ফলে রপ্তানিকারকরা স্থানীয় আম রপ্তানির ক্ষেত্রে তেমন কোনো উদ্যোগ দেখাচ্ছেন না।

১৭ জুন রওনা হবে আমের ট্রাক

জেলা উদ্যানপালন বিভাগ দপ্তর সূত্রে জানা গেছে, মালদার আমের সুনাম বিদেশে ছড়িয়ে দেওয়ার জন্য, প্রতি বছরই গড়ে প্রায় ১৫ টন আম বিদেশে রপ্তানি করা হতো। এতে জেলার আম চাষিরা একদিকে যেমন বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারতেন। তেমনি মালদা জেলার আমের নাম দেশের সীমা ছাড়িয়ে বিদেশের বাজারে ছড়িয়ে পড়তো। বর্ত্তমান বছরে সেটা সম্ভব না হওয়ায় দিল্লির বাজারে ২০০০ কেজি আম পাঠানো হচ্ছে। চলতি মাসের ১৭ তারিখ মালদা থেকে দিল্লির উদ্দেশ্যে আম রওনা হবে।

Advertisement

৪ লক্ষ মানুষে পাবে মালদার আমের স্বাদ

এ ক্ষেত্রে উদ্যানপালন বিভাগ ছাড়াও জেলায় এই অর্থকরী চাষের সঙ্গে যুক্ত প্রায় ৪ লক্ষ কৃষকের আশা, দিল্লিতে বিভিন্ন দেশ থেকে আসা মানুষজন মালদার এই আমের স্বাদ নিতে পারবেন। আর তখনই জেলার এই সুস্বাদু অর্থকরী ফসল নিজেকে ভিনদেশী মানুষের কাছে তুলে ধরার সুযোগ পাবে।

 

Advertisement