scorecardresearch
 

Rahara Bomb Blast: বোমা বিস্ফোরণে কেঁপে উঠল রহড়া, প্রাণ গেল কিশোরের

Rahara Bomb Blast: শনিবার বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে (Explosion) রহড়া। রহড়া থানার অদূরেই আজমগড় এলাকায় ঘটনাটি ঘটে। বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক ১৭ বছর বয়সি কিশোরের। প্রশ্ন উঠছে এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • শনিবার বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে (Explosion) রহড়া
  • রহড়া থানার অদূরেই আজমগড় এলাকায় ঘটনাটি ঘটে
  • বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক ১৭ বছর বয়সি কিশোরের

Rahara Bomb Blast: শনিবার বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে (Explosion) রহড়া। রহড়া থানার অদূরেই আজমগড় এলাকায় ঘটনাটি ঘটে। বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক ১৭ বছর বয়সি কিশোরের। প্রশ্ন উঠছে এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

এদিন সাত সকালে আচমকাই বিস্ফোরণ ঘটে। সেই বোমার আঘাতে আহত হন ওই কিশোর। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও, শেষপর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

বিস্ফোরণের ঘটনার পর ঘটনাস্থলে আসে পুলিশ। কোথা থেকে এল বোমা, তা তদন্ত করছে পুলিশ।

সূত্রের খবর, শনিবার সকালে পিছনের মাঠে আবর্জনা পরিষ্কার করার সময় একটি কৌটো পান মহম্মদ হামিদ নামে এলাকার এক বাসিন্দা। কৌটোটি নিয়ে আসেন তিনি বাড়িতে। সেই সময় বাড়িতে ছিল তাঁর ১৭ বছর বয়সী নাতি শেখ সাহিল। কৌটোটি খেলার ছলে ছুড়ে মারলেই লাইট পোস্টে বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণের আঘাতে গুরুতর জখম হয় ওই কিশোর। এরপর তাকে ব্যারাকপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তারপর বিএন বোসে স্থানান্তর করার পর মৃত্যু হয় কিশোরের।

আরও পড়ুন,  আটার লাগামছাড়া দাম নিয়ন্ত্রণে গম নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

এর আগেও, মালদা, বীরভূম থেকে লাগাতার বোমা বিস্ফোরণের খবর এসেছে। খেলতে গিয়ে বল ভেবে বোমা ফেটে ক্ষমা হয়েছে অনেক শিশু।

রাজ্যে প্রায়ই বোমা বিস্ফোরণ ও তা থেকে মৃত্যুর খবর মিলছে। কোথা থেকে এত বোমা আসছে, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও আসছে প্রশ্ন।  
 

Advertisement