হাওড়ার পর এবার হুগলি। রাম নবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে হিংসা ছড়াল হুগলির রিষড়ায়। রাম নবমীর মিছিলে পাথর ছোড়া ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হুগলির রিষড়ায় শোভাযাত্রায় বেরিয়েছিল হিন্দু সংগঠনগুলি। ওই শোভাযাত্রায় অংশ নেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষও। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
জানা গিয়েছে, দিলীপ ঘোষ চলে যাওয়ার পর হঠাৎ করেই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। অগ্নিসংযোগের ঘটনাও ঘটিয়েছে দুর্বৃত্তরা। দিলীপ ঘোষের অভিযোগ, শোভাযাত্রায় মহিলা ও শিশুদের দিকে পাথর ছোড়া হয়েছে। হাওড়ায় হিংসার পরও রাজ্য সরকার কোনও ব্যবস্থা নিচ্ছে না। পাথর ছোড়া হচ্ছে, গাড়ি ভাঙচুর করা হচ্ছে।
Stone pelted on women and children during the Shobha yatra. State govt is taking no action even after Howrah violence. Stones are being pelted & vehicles are being vandalised: Dilip Ghosh, BJP National VP pic.twitter.com/Y4sMiF5I9O
— ANI (@ANI) April 2, 2023
এর আগে রাম নবমী মিছিলের পর টানা দু'দিন অশান্ত ছিল হাওড়ার শিবপুর। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। বন্ধ ছিল ইন্টারনেট পরিষেবা। ১৪৪ ধারা জারি হয়েছিল। রাম নবমী উৎসবের সময় হাওড়ার কাজিপাড়ায় শোভাযাত্রা করছিল বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। সেই সময় তাদের শোভাযাত্রায় হামলা হয় বলে অভিযোগ তাদের। গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পাথর ছোড়া হয়েছে বলেও অভিযোগ।
#WATCH| West Bengal: Arson & violence erupt in Hooghly during Ram Navami Shobhayatra at Rishra pic.twitter.com/JsxXOEAolH
— ANI (@ANI) April 2, 2023
আরও পড়ুন- 'পুলিশকে নির্ভয়ে নিরপেক্ষ কাজ করতে হবে', মনে করালেন রাজ্যপাল