জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুর তদন্ত চেয়ে কমিটি গঠনের আর্জি কলকাতা হাইকোর্টে হাইকোর্টে। এই মর্মে রাজ্যের সর্বোচ্চ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করলেন এক আইনজীবী।
ওই আইনজীবী তাঁর আবেদনে কোর্টের কাছে জানিয়েছেন, ১৯৫৩ সালে ২৩ জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু হয়। অটল বিহারী বাজপেয়ি অভিযোগ করেছিলেন, তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ষড়যন্ত্রের বলি হয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাই সেই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দেওয়া উচিত।
মামলাকারী আইনজীবীর অভিযোগ, বাজপেয়িজি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুকে অস্বাভাবিক মৃত্যু বলে অভিযোগ করলেও তা নিয়ে কোনও সরকার হেলদোল দেখায়নি। বর্তমানে কেন্দ্রে রয়েছে বিজেপির সরকার। অথচ তারপরও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 'অস্বাভাবিক' মৃত্যু নিয়ে কোনও তদন্ত কমিটি বসানো হয়নি।
আরও পড়ুন : কোভিডের তৃতীয় ধাক্কা সামলাতে বিশেষজ্ঞ কমিটি গঠন রাজ্যের
তাই আইনজীবী এই মামলায় আবেদন করেছেন, সবদিক খতিয়ে দেখে কলকাতা হাইকোর্ট যেন তদন্ত কমিটি গঠন ও দ্রুত তদন্ত শুরুর নির্দেশ দেয়। হাইকোর্ট সূত্রে খবর, এই সপ্তাহেই মামলার শুনানি হওয়ার কথা।
প্রসঙ্গত, ১৯৫৩ সালে ২৩ জুন কাশ্মীরে রহস্যজনকভাবে মৃত্যু হয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের৷ সরকারের হেফাজতে থাকাকালীন তাঁর মৃত্যু নিয়ে জনগণের মধ্যে অসন্তোষ দেখা যায়। তাঁর মা যোগমায়া দেবী তদন্তের আর্জিও জানান। তবে জওহরলাল নেহরু বা আবদুল্লা কেউই তদন্তের নির্দেশ দেননি। তাই একজন অসুস্থ নেতার চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে।