Arijit Singh: জঙ্গিপুরে হাসপাতাল গড়তে চান অরিজিত্, মমতা বললেন, 'যা সাহায্য লাগে, দেব'
গায়ক অরিজিৎ সিংকে নিয়ে বড় খবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সাগরদিঘিতে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী জানান, অরিজিৎ জঙ্গিপুরে একটা মেডিক্যাল কলেজ তৈরি করতে চান।
জঙ্গিপুরে মেডিক্যাল কলেজ গড়বেন অরিজিৎ সিং, সব সাহায্যের আশ্বাস মমতার - কলকাতা,
- 16 Jan 2023,
- (Updated 16 Jan 2023, 1:35 PM IST)
হাইলাইটস
- মুখ্যমন্ত্রী জানান, অরিজিৎ জঙ্গিপুরে একটা মেডিক্যাল কলেজ তৈরি করতে চান
- আজ সাগরদিঘিতে প্রশাসনিক সভা করেন মমতা
গায়ক অরিজিৎ সিংকে নিয়ে বড় খবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সাগরদিঘিতে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী জানান, অরিজিৎ জঙ্গিপুরে একটা মেডিক্যাল কলেজ তৈরি করতে চান। অরিজিৎকে এই বিষয়ে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মমতা বলেন, 'জঙ্গিপুরে হাসপাতাল আছে। কিন্তু, মুর্শিদাবাদ জেলার ছেলে অরিজিৎ। ও খুব ভাল গান করেন। আজকে সারা বিশ্বের গর্ব। অরিজিৎ আমাকে বলেছে, দিদি আমি একটি জঙ্গিপুরে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল গড়তে চাই। আমি তাঁকে মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলছি। তুমি কর, যা যা সাহায্য লাগবে। জঙ্গিপুরেও তুমি যদি করতে চাও আমরা সব সাহায্য দেব। তুমি এগিয়ে এসো। ও একটা মা মাটি মানুষের লোক। মানে মাটিতে চলার লোক। দেখবেন ওর কোনও অহঙ্কার নেই। ওর নিজের গুণই ওর সবচেয়ে বড় অহঙ্কার, ওর অলঙ্কার। কাজেই এই ধরনের যে কাজ হবে আমরা করব।'
আরও পড়ুন: Mamata Banerjee: 'যেখানে বিরোধী দলের সরকার, সেখানেই ভাতে মারার চেষ্টা,' BJP-কে নিশানা মমতার
এর আগে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন অরিজিৎ। উদ্বোধনী মঞ্চে ‘রং দে তু মোহে গেরুয়া’ গানের এক লাইন গেয়ে শোনান জনপ্রিয় গায়ক। যা নিয়ে বিজেপি ও তৃণমূলের তরজা চরমে উঠেছিল। অরিজিতের গান গাওয়ার ভিডিও শেয়ার করেই রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার লেখেন, 'চলচ্চিত্র উৎসবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন অরিজিৎ সিংকে নিজের পছন্দের গান গাইতে বলেন তখন তিনি রং দে তু মোহে গেরুয়া গানটি গেয়েছেন। গেরুয়াই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ।'
সাগরদিঘির সভা থেকে ১০০ দিনের কাজ (100 Days Work) ও আবাস যোজনার (Awas Yojana) টাকা নিয়ে কেন্দ্রকে ফের নিশানা করেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, 'মুর্শিদাবাদ জেলা আমাকে ২১ সালের নির্বাচনে অনেক কিছু দিয়েছে। এবার শুধু দেখবেন মুর্শিদাবাদ জেলাকে কীভাবে উন্নতি করি। মানুষ দিলে মানুষকেও দিতে হয়। কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা দেয়নি। এটা সংবিধানের পরিপন্থী। গ্রামের আবাস যোজনার বাড়ির টাকা, রাস্তা তৈরির টাকা দিচ্ছে না।'