Sourav Ganguly: বাংলায় পুজোর ঢাক বেজে গেছে আজ, ১-লা সেপ্টেম্বর থেকেই। বাংলার দুর্গাপুজোকে (Durga Puja) হেরিটেজ হিসেবে ঘোষণা করায় UNESCO-কে ধন্যবাদজ্ঞাপনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) নেতৃত্বে হয় পদযাত্রা। অনুষ্ঠানে UNESCO-র প্রতিনিধিদের সম্বর্ধনা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ণাঢ্য পদযাত্রায় অংশ নেন UNESCO-র প্রতিনিধিরাও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার মহারাজ, দেশের গর্ব বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
আজকের এই অনুষ্ঠানে সেখানে তিনি বক্তৃতা রাখেন। বলেন,"দুর্গাপুজো অভাবনীয়। আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। আমি সারা বিশ্ব ঘুরেছি, সারা বিশ্বের অনেক উৎসব দেখেছি, নিউ ইয়ার, ক্রিসমাস হোক বা ব্রাজিলিয়ান উৎসব। গতকালই গেল গণেশ পুজো, সকলকে বলব কলকাতার দুর্গাপুজো দেখা উচিত। তাহলে বুঝতে পারবেন কলকাতার পুজো ঠিক কতটা অভাবনীয়। উৎসবের এই পাঁচদিন আমরা নতুন একটা শহর দেখি।"
আরও বলেন, "ধনী, দরিদ্র নির্বিশেষে সকলের মুখে হাসি ফোটে। আমরা সকলেই এই মধ্যে দিয়ে বড় হয়েছি। সাত থেকে সত্তরের মুখে থাকে চওড়া হাসি। মা দুর্গা যখন আগমণ করেন, সকলের মুখে হাসি ফুটে যান। আমি ইউনেস্কোকে ধন্যবাদ জানাই, দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি দেওয়ার জন্য। এই উৎসবের স্বীকৃতির প্রয়োজন ছিল।" ফুটবলের শহর ফ্রান্স থেকে আসা ইউনেস্কোর প্রতিনিধিদের ধন্যবাদ জানান সৌরভ।
প্রসঙ্গত, ইউনেস্কো বাংলার দুর্গাপুজোক হেরিটেজ ঘোষণা করায় ধন্যবাদজ্ঞাপনের উদ্দেশ্যে এই মিছিলের কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো এদিন শহের বুকে আয়োজন করা হয় মিছিল। কলকাতার কমপক্ষে ৭টি ওয়ার্ডের মধ্যে দিয়ে এই মিছিলের আয়োজন করা হয়। মিছিলে পা মেলান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও রয়েছেন রাজ্য সরকারের বেশকয়েকজন মন্ত্রী। অংশ নিয়েছেন বিভিন্ন ক্লাবের পুজো উদ্যোক্তারা। এছাড়াও প্রচুর বাউল শিল্পীরা।