Sourav Ganguly: কবে থেকে ইস্পাত ব্যবসায় সৌরভ? বর্তমানে দুটি কারখানা কোথায়?

Sourav Ganguly: এ রাজ্যের জন্য বিনিয়োগ টানতে স্পেনে মুখ্যমন্ত্রীর ব্যবসায়িক প্রতিনিধি দলের অংশ হিসাবে স্পেনে গিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। আর সেখানে গিয়ে মাদ্রিদে বণিক অবতারে আবির্ভূত হয়েছেন সৌরভ। সৌরভের দুটি ইস্পাতের কারখানা কোথায় কোথায় জানেন?

Advertisement
কবে থেকে ইস্পাত ব্যবসায় সৌরভ? বর্তমানে দুটি কারখানা কোথায়?মাদ্রিদে বণিক অবতারে আবির্ভূত হয়েছেন সৌরভ।
হাইলাইটস
  • এ রাজ্যের জন্য বিনিয়োগ টানতে স্পেনে মুখ্যমন্ত্রীর ব্যবসায়িক প্রতিনিধি দলের অংশ হিসাবে স্পেনে গিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।
  • সেখানে গিয়ে মাদ্রিদে বণিক অবতারে আবির্ভূত হয়েছেন সৌরভ।

Sourav Ganguly: স্পেন সফরে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর লক্ষ্য নভেম্বরে কলকাতায় যে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হবে, তার জন্য বিদেশি বিনিয়োগ সুনিশ্চিত করা। জন্য পশ্চিমবঙ্গ কতটা শিল্পবান্ধব, মাদ্রিদে স্পেনের বণিকমহলের সামনে তা তুলে ধরলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের জন্য বিনিয়োগ নিশ্চিত করতে স্পেনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগ দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এ রাজ্যের জন্য বিনিয়োগ টানতে স্পেনে মুখ্যমন্ত্রীর ব্যবসায়িক প্রতিনিধি দলের অংশ হিসাবে স্পেনে গিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। আর সেখানে গিয়ে মাদ্রিদে বণিক অবতারে আবির্ভূত হয়েছেন সৌরভ। সেখানে তিনি পশ্চিম মেদিনীপুরে ইস্পাত কারখানা খোলার কথা ঘোষণা করেন। সরকারি ছাড়পত্র পেতেই এই ইস্পাত কারখানা নির্মাণের কাজও শুরু হয়ে যাবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেনের লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি একেবারেই স্বাভাবিক বিষয়। রিয়েল মাদ্রিদের সান্তিয়াগো বের্নাব্যু স্টেডিয়ামেও তাঁর যাওয়াটা প্রত্যাশিতই! কারণ, সৌরভ তো ক্রিড়া দুনিয়ারই একজন স্বনামধন্য তারকা। ক্রিকেট বিশ্ব তাঁকে এক ডাকে চেনে। আইএসএল-এর দল মহোনবাগান সুপার জায়ান্টের অন্যতম ডিরেক্টরও তিনিই। তাই ফুটবলের সঙ্গেও তাঁর একটা যোগ রয়েছেই। কিন্তু তা বলে স্পেনের শিল্প সম্মেলনে বক্তা কেন হবেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি?

এর উত্তরটা দিলেন মহারাজ নিজেই। পশ্চিম মেদিনীপুরে নিজের ইস্পাত কারখানা খোলার কথা জানিয়ে দাদা বললেন, “যদিও লোকে ভাবে, আমি শুধু ক্রিকেটটাই খেলেছি! চিরকাল খেলাধূলো নিয়ে থাকলেও আমি ব্যবসায়ী পরিবারের সন্তান। পঞ্চাশ-পঞ্চান্ন বছর আগে আমার ঠাকুরদা বাংলাতেই ছোট ব্যবসা শুরু করেছিলেন। রাজ্যের তরফে সে সময় সমর্থনও পাওয়া গিয়েছিল। এই রাজ্য (বাংলা) সব সময়ই ব্যবসার জন্য বাকি বিশ্বকে আমন্ত্রণ জানায়। সেই জন্যই আজ মুখ্যমন্ত্রী এই দেশে এসেছেন।”

“আমরা ২০০৭ সালে পশ্চিমবঙ্গে (আসানসোলে) একটা ছোট ইস্পাত কারখানা শুরু করেছিলাম। সেটা চার-পাঁচ মাসেই শুরু করা গিয়েছিল। এখন বাংলার পরিস্থিতি তার চেয়েও ভাল হয়েছে। আমরা আরও একটা ইস্পাত কারখানা তৈরি করতে চলেছি।”

Advertisement

পশ্চিম মেদিনীপুরে ইস্পাত কারখানা চালু হয়ে গেলে, এটি হবে এ রাজ্যে সৌরভের দ্বিতীয় ইস্পাত কারখানা এবং তাঁর তৃতীয় ইস্পাত কারখানা। তাঁর প্রথম ইস্পাত কারখানা তৈরি হয় আসানসোলে (২০০৭ সালে)। দ্বিতীয় কারখানাটি তৈরি হয় বিহারের পটনায় এবং তৃতীয়টি তৈরি হবে পশ্চিম মেদিনীপুরে। সৌরভ জানিয়েছেন, সব ঠিকঠাক থাকলে চলতি বছরেই হয়তো চালু হয়ে যাবে তাঁর তৃতীয় ইস্পাত কারখানাটি। ফলে রাজ্যে নতুন করে তৈরি হবে কর্মসংস্থানের সুযোগও।

POST A COMMENT
Advertisement