Sourav Ganguly: মেদিনীপুরে স্টিলের কারখানা গড়ছেন সৌরভ, মাদ্রিদে ঘোষণা

বাংলার শিল্পের উন্নয়নে বড় ভূমিকা নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। স্পেন সফর (Spain Tour) থেকেই মেদিনীপুরে নিজের ইস্পাত কারখানা গড়ার ঘোষণা করে দিলেন মহারাজ।

Advertisement
মেদিনীপুরে স্টিলের কারখানা গড়ছেন সৌরভ, মাদ্রিদে ঘোষণামাদ্রিদে মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়
হাইলাইটস
  • কারখানা গড়বেন সৌরভ
  • মেদিনীপুরে কারখানা গড়ার কথা ঘোষণা

বাংলার শিল্পের উন্নয়নে বড় ভূমিকা নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। স্পেন সফর (Spain Tour) থেকেই মেদিনীপুরে নিজের ইস্পাত কারখানা গড়ার ঘোষণা করে দিলেন মহারাজ।


ইস্পাত কারখানা তৈরির কথা ঘোষণা করে দিলেন সৌরভ। মাদ্রিদে শিল্প সম্মেলনে সৌরভ বলেন, ‘আমি রাজ্যে তৃতীয় ইস্পাত কারখানাটি তৈরি করছি। অনেকেই হয়তো জানেন না ২০০৭ সালে প্রথমটা তৈরি করেছিলাম। আর আগামী ৫-৬ মাসে মেদিনীপুরে নতুন কারখানা গড়ব। এই কাজে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের তরফে সবরকম সহযোগিতা পেয়েছি। আশা করি আগামী এক বছরের মধ্যেই তা কার্যকরী হবে।‘ স্পেন থেকে শিল্প আনার লক্ষ্যে মাদ্রিদে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে গিয়েছেন সৌরভও। শুক্রবার লা লিগার কর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন তাঁরা। বাংলায় ফুটবল অ্যাকাডেমি চালু করার কথা জানায় লা লিগা কর্তৃপক্ষ।

 
আর সেই দিনই শিল্প সম্মেলনে বড় ঘোষণা করে দিলেন বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি। মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে সৌরভ জানান, শুধু ক্রীড়াক্ষেত্রেই নয়, রাজ্য সরকার বাংলার সার্বিক উন্নয়নে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর তারই অংশ হতে পেরে তিনি আপ্লুত। 


সৌরভ বলেন, ‘আমি চিরকাল খেলাধূলা নিয়ে থাকলেও আমি ব্যবসায়ী পরিবারের সন্তান। ৫০-৫৫ বছর আগে আমার ঠাকুরদা বাংলাতেই ছোট ব্যবসা শুরু করেছিলেন। রাজ্যের তরফে সে সময় সমর্থন পাওয়া গিয়েছিল। এই রাজ্য সবসময়ই ব্যবসার জন্য বাকি বিশ্বকে আমন্ত্রণ জানায়। সেই কারণেই আজ মুখ্যমন্ত্রী এই দেশে। রাজ্য এবং যুবদের উন্নতিকল্পে যে সরকার কাজ করতে চায়, তা খুব স্পষ্ট। বাকি দেশকে ব্যবসার জন্য লগ্নির আহ্বান জানানোর অর্থ কিন্তু রাজ্যের সার্বিক উন্নয়নের কথা ভেবেই। ক্ষুদ্র শিল্প, খেলা, সংস্কৃতি, বিনোদন, শিক্ষা- প্রত্যেক ক্ষেত্রেই বিশেষ নজর সরকারের। দিনে দিনে তা উন্নতির পথে এগিয়েও চলেছে।‘
 
 

POST A COMMENT
Advertisement