মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরপরই পদপ্রাপ্তি। ফের সরকারি পদে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়। শুক্রবার তাঁকে নিউটাউন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান নিযুক্ত করা হয়। অর্থাৎ, দীর্ঘ সময় পর অবশেষে ফের 'ময়দানে' ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী।
গত ১৫ অক্টোবর, বুধবার মুখ্যমন্ত্রী ছিলেন দার্জিলিঙের রিচমন্ড হিলে। আর সেই সময়েই পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী। এরপর হঠাৎ খবর আসে, মুখ্যমন্ত্রী সঙ্গে বৈঠক করছেন শোভন। তবে বৈশাখীর সঙ্গে নয়, একাই মমতার সঙ্গে আলোচনায় বসেন কানন (শোভনকে যে নামে ডাকেন মুখ্যমন্ত্রী)। স্বাভাবিকভাবেই বৈঠকের বিষয়বস্তু নিয়ে জল্পনা চরমে ওঠে।
এর আগে ২২ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বৈঠক করেছিলেন শোভন চট্টোপাধ্যায়।
পড়ুন: অভিষেকের অফিসে সবান্ধবী শোভন, তৃণমূলে ফিরছেন কবে?|
বুধবার প্রায় দু’ঘণ্টা কথা হয় মুখ্যমন্ত্রী এবং শোভনের। তবে সেখানেই যে এত বড় পরিকল্পনা নিয়ে মিটিং হচ্ছে, তা ঘুণাক্ষরেও টের পাওয়া যায়নি।
বৈঠকে তার ইঙ্গিত না মিললেও, শোভনের পুরোদমে প্রত্যাবর্তন কিছুটা প্রত্যাশিতই। গত কয়েক মাস ধরেই শোভনের এই 'কামব্যাকে'র বিষয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল রাজনৈতিক মহলে। আর সেই জল্পনাই শেষ পর্যন্ত সত্য়ি হল। সরকারি পদে ফিরলেন শোভন। আসন্ন ২০২৬ এর নির্বাচনে তৃণমূলের হয়ে শোভন কী ভূমিকা নেন, এখন সেদিকেই তাকিয়ে সকলে।