SSC Job Cancelled: খেজুরির ১,১০০ ছাত্রের স্কুলে এখন ১১ শিক্ষক, পড়াশুনা লাটে ওঠার জোগাড়!

সুপ্রিম কোর্টের রায়ে ২০১৬ সালের প্যানেলে চাকরি হারিয়েছেন ২৫ হাজার ৭৫২ জন শিক্ষক-শিক্ষিকা। যার ফলে রাজ্যজুড়ে সরকারি স্কুলগুলিতে জটিলতা তৈরি হয়েছে শিক্ষাদানের ক্ষেত্রে। সেই সমস্ত স্কুলগুলির মধ্যে অন্যতম পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির পাটনা বৈকুণ্ঠ শিক্ষা সদন। ইতিমধ্যেই এই স্কুলের চার জন শিক্ষক চাকরি হারিয়েছেন। এদের মধ্যে অধিকাংশ বিজ্ঞান বিভাগের শিক্ষক। 

Advertisement
খেজুরির ১,১০০ ছাত্রের স্কুলে এখন ১১ শিক্ষক, পড়াশুনা লাটে ওঠার জোগাড়!খেজুরির পাটনা বৈকুণ্ঠ শিক্ষা সদন

সুপ্রিম কোর্টের রায়ে ২০১৬ সালের প্যানেলে চাকরি হারিয়েছেন ২৫ হাজার ৭৫২ জন শিক্ষক-শিক্ষিকা। যার ফলে রাজ্যজুড়ে সরকারি স্কুলগুলিতে জটিলতা তৈরি হয়েছে শিক্ষাদানের ক্ষেত্রে। সেই সমস্ত স্কুলগুলির মধ্যে অন্যতম পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির পাটনা বৈকুণ্ঠ শিক্ষা সদন। ইতিমধ্যেই এই স্কুলের চার জন শিক্ষক চাকরি হারিয়েছেন। এদের মধ্যে অধিকাংশ বিজ্ঞান বিভাগের শিক্ষক। 

জানা গিয়েছে, উচ্চমাধ্যমিক এই স্কুলের ছাত্র সংখ্যা ১,১০০। সেখানে ১৫ জন শিক্ষক শিক্ষকতা করতেন। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি বাতিল হয়ে যায় এই স্কুলের চারজন শিক্ষকের। ফলে ১১ জন শিক্ষক অবশিষ্ট রয়েছেন। এই কয়েকজন শিক্ষক নিয়ে কী করে ক্লাস চালাবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন স্কুল কর্তৃপক্ষ। 

এমনিতেই এই স্কুলে পর্যাপ্ত শিক্ষক না থাকায় পার্ট-টাইম শিক্ষক দিয়ে স্কুলের ক্লাস কোনওমতে চালানো হচ্ছিল। সেই জায়গায় চারজন শিক্ষক বাতিল হওয়ায় সমস্যা আরও জোরাল হয়েছে স্কুল জুড়ে। প্রধান শিক্ষকের দাবি, যেহেতু এটা সরকারি স্কুল এখানের সমস্যা ব্যক্তিগত ভাবে সমাধানের কোনও জায়গাই নেই। 

ফলে আগামিদিনে কীভাবে স্কুল চলবে সে নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন স্কুলের প্রধান শিক্ষক। তার দাবি স্কুলের এই সমস্যা সমাধানে সরকারি পদক্ষেপই একমাত্র রাস্তা। তাই সংশ্লিষ্ট শিক্ষা দপ্তর-সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে রয়েছেন স্কুল কর্তৃপক্ষ। কিন্তু কতদিনে এই সমস্যার সমাধান হবে তার উত্তর এখনও অধরা।

POST A COMMENT
Advertisement