অনশনকারী শিক্ষক সুমন বিশ্বাস রোদ, ঝড়, জল, বৃষ্টি মাথায় নিয়ে এসএসসি ভবনের সামনে অনশন চালিয়ে যাবেন চাকরিহারা অনশনকারীরা। এদিকে আজ চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের একাংশ গান্ধী মূর্তির পাদদেশ চলে যাচ্ছেন। সেখান থেকে বিক্ষোভ চালাবেন তাঁরা। তিন অনশনকারীরা অনশন স্থলে ছাউনি দিতে চাইলে বাধা দেয় পুলিশ।
এদিন নদিয়া জেলার ম্যাচপোতা নাকাশিপাড়া উচ্চ বিদ্যালয় অনশনকারী শিক্ষক সুমন বিশ্বাস জানান, "মুখ্যমন্ত্রী চান আমরা মরে যাই। রোদ থেকে বাঁচতে একটা বিছানার চাদর লাগাতে গিয়েছিলাম, তাও লাগাতে দিচ্ছে না পুলিশ। একটা ভিখারিও রাস্তায় থাকলে ছাউনি দিতে পারে!"
শনিবার তিনদিনে পড়ল শিক্ষকদের অনশন। এসএসসি ভবনের সামনে ৩ চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস, পঙ্কজ রায় ও প্রতাপকুমার সাহা এই অনশন চালিয়ে যাচ্ছেন। শিক্ষকেরা জানিয়েছেন, আগামী ১৬ এপ্রিল থেকে দিল্লির যন্তরমন্তরেও চলবে অবস্থান। তাতে অংশ নেবেন অন্তত ১৫০ জন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা। ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ সহ একাধিক দাবিতে অনশন চলবে।
গতকাল, তিন ঘণ্টার বেশি সময় ধরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক পরেও কোনও সুরাহা মেলেনি চাকরিহারাদের। শিক্ষামন্ত্রী দু'সপ্তাহে যোগ্যদের তালিকা প্রকাশ করবেন বলে জানান। তবে সে তালিকা সুপ্রিম কোর্টে গ্রাহ্য হয়নি তার ভিত্তিতে কীকরে যোগ্য-অযোগ্য তালিকা আলাদা করা যাবে তা পরিষ্কার নয়। ধন্দে চাকরিহারারা। তাই আপাতত অবস্থান চালিয়ে যাবেন তাঁরা। শুধু গান্ধী মূর্তির পাদদেশেই নয়, এবার দিল্লির যন্তর মন্তরেও হবে ধর্না।