scorecardresearch
 

Student Union Election West Bengal : ছাত্র সংসদ নির্বাচন কবে? বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে এখনও তাঁর কথা হয়নি। তবে ছাত্র সংসদ নির্বাচনের একটা সম্ভাব্য সময় তিনি জানিয়েছেন। এদিন কলেজ স্ট্রিটে সংস্কৃত কলেজের একটি অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী। সেখানে তিনি বলেন, "মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কোনও দিন কথা হয়নি। আমরা বলেছি যে, ছাত্র নির্বাচন করব। একটা বিশ্ববিদ্যালয় ধরে তো হবে না। রাজ্যের সব বিশ্ববিদ্যালয়েই হবে। সামনেই পঞ্চায়েত ভোট রাজ্যে রয়েছে। এখন অগ্রাধিকারে পঞ্চায়েত ভোট। কেউ যদি বিক্ষিপ্ত ভাবে আন্দোলন করতে চান, করতে পারেন"।

Advertisement
ব্রাত্য বসু ব্রাত্য বসু
হাইলাইটস
  • ছাত্র সংসদ নির্বাচন নিয়ে লাগাতার উঠছে দাবি
  • এবার সম্ভাব্য সময় জানালেন শিক্ষামন্ত্রী
  • ঠিক যা বললেন...

ছাত্র সংসদ নির্বাচনের (Student Union Election West Bengal) দাবিতে সাম্প্রতিককালে বারেবারেই উত্তেজনা ছড়িয়েছে রাজ্যের বিভিন্ন শিক্ষাঙ্গনে। অবিলম্বে ছাত্রভোট করানোর দাবি জানিয়েছে ছাত্র সংগঠনগুলিও। এবার সেই বিষয়ে ইঙ্গিত দিল রাজ্য সরকার। পঞ্চায়েত ভোটের পরেই রাজ্যের সর্বত্র ছাত্র সংসদ নির্বাচন হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 

বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে এখনও তাঁর কথা হয়নি। তবে ছাত্র সংসদ নির্বাচনের একটা সম্ভাব্য সময় তিনি জানিয়েছেন। এদিন কলেজ স্ট্রিটে সংস্কৃত কলেজের একটি অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী। সেখানে তিনি বলেন, "মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কোনও দিন কথা হয়নি। আমরা বলেছি যে, ছাত্র নির্বাচন করব। একটা বিশ্ববিদ্যালয় ধরে তো হবে না। রাজ্যের সব বিশ্ববিদ্যালয়েই হবে। সামনেই পঞ্চায়েত ভোট রাজ্যে রয়েছে। এখন অগ্রাধিকারে পঞ্চায়েত ভোট। কেউ যদি বিক্ষিপ্ত ভাবে আন্দোলন করতে চান, করতে পারেন"।

ব্রাত্য বসু (Bratya Basu) আরও বলেন, "যখন ছাত্র সাংসদ নির্বাচন হবে, সমস্ত বিশ্ববিদ্যালয়ে একই টাইম জ়োনে হবে। হয়তো একই দিনে নয়। হয়তো দক্ষিণবঙ্গে এক দিনে হল, উত্তরবঙ্গে এক দিনে হল। পশ্চিমাঞ্চলে হবে এক দিনে। আশা করছি, পঞ্চায়েত ভোটের পরে খুব দ্রুত ছাত্র সাংসদ নির্বাচন করতে পারব"।

প্রসঙ্গত, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সাম্প্রতিককালে বিভিন্ন সময় দাবি উঠেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে। যাদবপুরে ছাত্র সাংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ দেখায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের সংগঠন ফেটসু। সেখানে সমাবর্তনের দিন রাজ্যপালের গাড়িও আটকেছিলেন ছাত্র সংগঠনের সদস্যেরা। যার জেরে রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose) গাড়ি থেকে নেমে বিক্ষোভরত পড়ুয়াদের সঙ্গে কথা বলেন। এমনকী পরে ২ জন প্রতিনিধিকে ডেকে পাঠিয়ে ক্যাম্পাসেই কথা বলেন তিনি। বিষয়টি তিনি দেখবেন বলেও আশ্বাস দেন রাজ্যপাল। এরই মাঝে এবার ব্রাত্যর মুখে শোনা গেল এই কথা। এখন দেখার শেষ পর্যন্ত কবে হয় ছাত্র সংসদ নির্বাচন।

Advertisement

আরও পড়ুন - ৩০ বছর পর শনি-বুধের বিরল মিলন, বিপুল ধনযোগ ৩ রাশির

 

Advertisement