scorecardresearch
 

'নবান্ন ৪ দিন বন্ধ থাকে, সরকার বলে কিছু আছে?' মমতাকে নিশানা শুভেন্দুর

মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিচালিত সরকারকে আক্রমণ করলেন রাজ্যেটর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Advertisement
শুভেন্দু ও মমতা শুভেন্দু ও মমতা
হাইলাইটস
  • মুখ্যমন্ত্রী মমতাকে নিশানা শুভেন্দু অধিকারীর
  • সরকার নয় রাজ্যে প্রাইভেট লিমিটেড কোম্পানি চলছে
  • অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতার

মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিচালিত সরকারকে  আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরাজ্যে সরকার বলে কিছু নেই। আম্ফানের টাকা লুট হয়, প্রধান সচিবালয় সপ্তাহের বেশিরভাগ দিন বন্ধ থাকে- এমনই একগুচ্ছ অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। 

কাঁথি শহরের রাখাল চন্দ্র বিদ্যাপীঠের কাছে পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে তাঁর মূর্তিতে মালা দেন শুভেন্দু। তারপর সাংবিদদের মুখোমুখি হয়ে বলেন, 'শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রহস্যজনকভাবে মারা গেছেন। বিষ প্রয়োগ করে তাঁকে মেরে ফেলা হয়েছিল। তাঁর যে অবদান বর্তমান প্রজন্ম সেই সম্পর্কে যাতে আরও ভালো করে জানতে পারে তার জন্য ভারতীয় জনতা পার্টি ব্যবস্থা করছে। এমন ব্যক্তিরা না থাকলে আমরা হয়তো ভারতবাসী হিসেবে বাঁচতে পারতাম না। কোনও ইসলামিক রাষ্ট্রের মানুষ হিসেবে বাঁচতে হত। হয়তো আমাদের পাকিস্তান অথবা বাংলাদেশে থাকতে হতো।'

আরও পড়ুন : 'গালওয়ানে চিনারা বুঝেছে, ভাল ট্রেনিং দরকার,' কটাক্ষ রাওয়াতের

ইয়াসের পর ত্রাণ সব জায়গায় পৌঁছে দিচ্ছে না রাজ্য সরকার। এই অভিযোগ উঠেছে। সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন, 'পশ্চিমবঙ্গের সরকার বলতে এখন আর কিছুই নেই। চালাচ্ছে একটি প্রাইভেট লিমিটেড সংস্থা। নইলে মুখ্যমন্ত্রী বলতেন না যে, তিনি ট্রেডমিল করতে করতে বাজেট বানিয়েছেন। মঙ্গলবার, শুক্রবার, শনিবার, রবিবার, ৪ দিন নবান্ন বন্ধ থাকে। চারদিন রাজ্যের প্রধান সচিবালয় বন্ধ থাকে। রবিবার মেনে নেওয়া যায় কিন্তু অন্য দিন বন্ধ থাকে কেন? ওদের সহানুভূতি অ্যাকাউন্টিবিলিটি কিছুই নেই।  আমি ওদের সঙ্গে ছিলাম আমি সব জানি। ওরা আমফানের চুরি করেছে, ইয়াসেও চুরি করছে,এবার কেন্দ্র থেকে বেশি টাকা পায়নি, হাহুতাশ করছে।'

Advertisement