Birbhum Rampurhat Violence Case : 'ভোটের সময় ভাল পায়ে ব্যান্ডেজ লাগিয়ে লেংচেছেন', মমতাকে জবাব শুভেন্দুর

রামপুরহাটকাণ্ডের পর গত বুধবার বগটুই গ্রামে যাওয়ার পথে শক্তিগড়ে একটি মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বিজেপির প্রতিনিধি দলের বাস। সেই ভিডিও ট্যুইটারে পোস্ট করেন তৃণমূলের দলীয় মুখপাত্র কুণাল ঘোষ। একইসঙ্গে বিজেপি প্রতিনিধি দলের বাস শক্তিগড়ে মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যাওয়ার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)ও তীব্র কটাক্ষ করে বলেন, "কিছু দল ল্যাংচা খেতে খেতে ঢুকছে ল্যাংচাতে ল্যাংচাতে। আজ রামপুরহাটে যাব ভেবেও তাই গেলাম না।" 

Advertisement
'ভোটের সময় ভাল পায়ে ব্যান্ডেজ লাগিয়ে লেংচেছেন', মমতাকে জবাব শুভেন্দুরমমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী
হাইলাইটস
  • 'ল্যাংচা' মন্তব্য নিয়ে মমতাকে পাল্টা শুভেন্দুর
  • তুললেন ভোটের সময়ের প্রসঙ্গ
  • মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা বিরোধী দলনেতার

"আমার ল্যাংচাইনি। ভোটের সময় আপনি ভাল পায়ে ব্যান্ডেজ লাগিয়ে লেংচে লেংচে সারা রাজ্য ঘুরে বেড়িয়েছেন ভোট জোগার করার জন্য। নন্দীগ্রামের লোক আপনার টুপি পরেনি। আপনি হেরেছেন। অন্য জায়গার লোককে টুপি পরিয়েছেন।" মুখ্যমন্ত্রীর 'ল্যাংচা' মন্তব্যের প্রেক্ষিতে এভাবেই তাঁকে পাল্টা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 

রামপুরহাটকাণ্ডের পর গত বুধবার বগটুই গ্রামে যাওয়ার পথে শক্তিগড়ে একটি মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বিজেপির প্রতিনিধি দলের বাস। সেই ভিডিও ট্যুইটারে পোস্ট করেন তৃণমূলের দলীয় মুখপাত্র কুণাল ঘোষ। একইসঙ্গে বিজেপি প্রতিনিধি দলের বাস শক্তিগড়ে মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যাওয়ার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)ও তীব্র কটাক্ষ করে বলেন, "কিছু দল ল্যাংচা খেতে খেতে ঢুকছে ল্যাংচাতে ল্যাংচাতে। আজ রামপুরহাটে যাব ভেবেও তাই গেলাম না।" 

মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যেরই এদিন জবাব দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রামপুরহাটকাণ্ডের (Birbhum Rampurhat Violence Case) প্রেক্ষিতে সোমবার ধুন্ধুমার বেঁধে যায় রাজ্য বিধানসভায়। অধিবেশনের মাঝেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপি বিধায়করা। আহতও হন বেশ কয়েকজন বিধায়ক। তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নাক থেকে রক্ত পড়তে দেখা যায়। ঘটনায় শুভেন্দু অধিকারীসহ মোট ৫ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। তারপরেই সভা করে এই ঘটনার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন শুভেন্দু অধিকারী।  

আরও পড়ুনLIC-র এই পলিসিতে একবার দিন প্রিমিয়াম, মাসে পেনশন পান ১২ হাজার টাকা; জানুন

POST A COMMENT
Advertisement