কোচবিহারে গিয়ে দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহকে আক্রমণ করলেন বিজেপি নেতা ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার দিনহাটায় 'বিজয় সংকল্প' সভায় উপস্থিত ছিলেন শুভেন্দু। সেখানে তিনি বলেন, 'এখানকার উদয়ন গুহ, কোথায় আপনি। আপনার লেকচার আমি শুনেছি। বিরোধী দলনেতাকে এখানে এলে বেঁধে রাখবেন বলেছিলেন। কোথায় যেতে হবে বলুন। আপনি যদি কমল গুহ বাবুর সুপুত্র হয়ে থাকেন, দড়িটা আনুন আমি যাচ্ছি। এইসব কাগুজে বাঘদের সোজা করতে বেশিদিন লাগে না।'
শুভেন্দু সভা থেকে আরও বলেন, 'একুশ সালে ফেব্রুয়ারি মাসে ভোটের আগে উদয়ন গুহ আমার হাত ধরেছিল বিজেপিতে যোগদান করবে বলে। সুনীল মণ্ডলের সল্টলেকের সরকারি ফ্ল্যাটে। উদয়ন গুহ-র জন্য বিজেপির দরজা চিরদিনের মতো বন্ধ থাকবে।'
বিষয়টিতে বাংলা ডট আজতক ডট ইন-এর তরফে উদয়ন গুহ-র সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি ফোনে বলেন, 'মিথ্যে কথা। প্রমাণ থাকলে দেখাক। ছবি তুলে রাখেনি কেন। গরমে মাথাখারাপ হয়ে গেছে, তাই ভুলভাল বকছে শুভেন্দু।'
শুভেন্দু তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকেও আক্রমণ করেছেন। বলেন, 'একটার নাম কেষ্ট মণ্ডল, ভোট এলেই টিভিতে বলত, চড়াম চড়াম। গুড়-বাতাসা। কেষ্ট কোথায়। কেষ্ট তিহারে। আমি বসিরহাটে সভায় শাহজাহানের ক্ষেত্রেও বলেছিলাম, তোমার টাইম হয়ে গেছে। আমায় বলেছিল, এই মেদিনীপুরের ছানাকে ছাল-চামড়া তুলে প্যাকেট করে বাড়ি পাঠাব। শাহজাহান এখন কোথায়। বাড়িটাও ইডি নিলামের জন্য নিয়েছে। পুরো ফ্যামিলি জেলে। আমি ক'য়েকদিন আগে সরবেরিয়াতে শাহজাহানের বাড়ির সামনে ছানা খেয়ে এসেছি।'