Recruitment Scam-Manik Bhattacharya: প্রেসিডেন্সি জেল থেকে তড়িঘড়ি হাইকোর্টে উপস্থিত করার নজিরবিহীন নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly)। প্রাথমিক নিয়োগ সংক্রান্ত (TET-SSC Recruitment Scam) মামলায় অভিযুক্ত বিধায়ক মানিক ভট্টাচার্যকে (MLA Manik Bhattacharya) দু’ঘণ্টার মধ্যে হাইকোর্টে হাজির হতে বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বেলা ১টায় মামলার শুনানিতে প্রেসিডেন্সি জেল (Presidency Jail) কর্তৃপক্ষকে এই নির্দেশ দেন বিচারপতি। কাল-বিলম্ব না করে তাঁকে নিয়েও আসা হয় হাইকোর্টে।
এক সংবাদমাধ্যম সূত্রে খবর, মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বেলা ৩টে ১৬ থেকে বেলা পৌনে ৪টে পর্যন্ত মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেন বিচারপতি। কোন সংস্থার মাধ্যমে পরীক্ষার ফলপ্রকাশ করা হয়? এর উত্তর দেননি তিনি। এর জন্য সময় চেয়ে নেন। প্রশ্ন করা হলেও এস বসু রায় অ্যান্ড কোম্পানি নিয়ে এখনই কোনও মন্তব্য করেননি তিনি। নিশ্চিত হয়ে সংস্থার নাম জানাবেন বলে দাবি করেন। তাঁর অনেক কিছুই মনে নেই বলে জানান। অ্যাপ্টিটিউড টেস্ট, নম্বর, নিয়োগ পদ্ধতি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা যায়।
কিছুদিন আগে 'নির্দ্বিধায় মিথ্যে কথা বলা অভ্যেস মানিক ভট্টাচার্যের', বলে মন্তব্য করেছিলেন বিচারপতি। বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দি মানিক ভট্টাচার্য। এক্ষেত্রে তড়িঘড়ি প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে জেলবন্দি আসামীকে ডেকে পাঠানো নজিরবিহীন বলে উল্লেখ করেছেন আইন বিশেষজ্ঞরা।
বুধবার দুপুর ১টা নাগাদ হাইকোর্টে বিচারপতির এজলাসে নিয়োগ দুর্নীতির মামলার ২০১৬ সালের প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি চলছিল। এই সময়ই তিনি মানিক ভট্টাচার্যকে ডেকে পাঠান।