'BJP কর্মীদের দেখাশোনা করতে হবে', হুমকি পোস্ট উদয়নের

BJP-কর্মীদের প্রকাশ্যে হুমকি দিনহাটার তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক উদয়ন গুহর। সোমবার ত্রিপুরা সফরে গিয়ে আক্রমণের মুখে পড়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তা নিয়েই এদিন ফেসবুকে পোস্টের মাধ্যমে BJP কর্মীদের হুমকি দেন উদয়ন।

Advertisement
'BJP কর্মীদের দেখাশোনা করতে হবে', হুমকি পোস্ট উদয়নের উদয়ন গুহ
হাইলাইটস
  • BJP-কর্মীদের প্রকাশ্যে হুমকি দিনহাটার তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক উদয়ন গুহর
  • সোমবার ত্রিপুরা সফরে গিয়ে আক্রমণের মুখে পড়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়
  • আর তা নিয়েই এদিন ফেসবুকে পোস্টের মাধ্যমে BJP কর্মীদের হুমকি দেন উদয়ন

BJP-কর্মীদের প্রকাশ্যে হুমকি দিনহাটার তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক উদয়ন গুহর। সোমবার ত্রিপুরা সফরে গিয়ে আক্রমণের মুখে পড়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তা নিয়েই এদিন ফেসবুকে পোস্টের মাধ্যমে BJP কর্মীদের হুমকি দেন উদয়ন। 

আরও পড়ুন : সাংসদ হয়েই কাজ করবেন বাবুল, প্রশ্নের মুখে আসানসোলের উন্নয়ন
 

ফেসবুকে তিনি লেখেন, 'ত্রিপুরার ঘটনার পর দিনহাটায় BJP কর্মীদের ভালো করে দেখাশোনা করতে হবে।' কেন এমন পোস্ট করলেন উদয়ন? সোমবার ত্রিপুরায় গিয়ে অবরোধ-বিক্ষোভের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার প্রতিবাদে সোমবার সন্ধেবেলাতেই এই রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিবাদ-বিক্ষোভ করেন ঘাসফুল শিবিরের নেতা-কর্মীরা। তাঁরা BJP-র বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তারই সূত্র ধরে এদিন ফের BJP-র বিরুদ্ধে সুর চড়ান উদয়ন। 

উদয়নের ফেসবুক পোস্ট
উদয়নের ফেসবুক পোস্ট

এদিকে উদয়নের এই পোস্ট ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। প্রাক্তন বিধায়ক কীভাবে এই ধরনের পোস্ট করতে পারেন? প্রশ্ন তুলেছেন অনেকেই। যদিও নেটমাধ্যমকে হাতিয়ার করে এর আগেও বিভিন্ন পোস্ট করে বিতর্ক জড়িয়েছেন উদয়ন। 

আরও পড়ুন : 'অভিষেকের সৌভাগ্য ত্রিপুরায় ঢুকতে দেওয়া হয়েছে', বিস্ফোরক সায়ন্তন

এই নেটমাধ্যমেই গত ৩০ মে খোদ রাজ্যপালকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল উদয়নের বিরুদ্ধে। সেদিন তিনি নিজের ভাঙা হাতের ছবি পোস্ট করে লিখেছিলেন, 'যতদিন না হাতের এই দাগ মিলিয়ে যাচ্ছে, ততদিন জগদীপবাবুকে বার বার দিনহাটায় আসতে হবে বিজেপি কর্মীদের সান্ত্বনা দিতে।'

প্রসঙ্গত, একুশের বিধানসভা ভোটের আগে থেকেই উত্তপ্ত দিনহাটা। BJP ও TMC কর্মীদের মধ্যে দফায় দফায়  সংঘর্ষ হয়েছে সেখানে। দিনহাটায় তৃণমূলের প্রার্থী ছিলেন উদয়ন। তবে গেরুয়া শিবিরের প্রার্থী নিশীথ প্রামাণিকের কাছে ৬৯ ভোটে হেরে যান তিনি। ফলাফল ঘোষণার তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনায় হাত ভাঙে উদয়নের। 

POST A COMMENT
Advertisement