scorecardresearch
 

Vande Bharat Express : যাত্রা শুরু বন্দে ভারতের, প্রথম দিনেই সুপারহিট সেমি হাইস্পিড ট্রেন

আজ, রবিবার নতুন বছরের প্রথমদিন। আজ থেকে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) যাত্রী পরিষেবা শুরু হল। হাওড়া স্টেশন থেকে ভোর ৫টা ৫৫ মিনিটে নিউ জলপাইগুড়ির (Jalpaiguri) উদ্দেশে রওনা দিল এই সেমি-হাইস্পিড ট্রেন। পৌঁছতে সময় লাগবে মাত্র সাড়ে ৭ ঘণ্টা। ট্রেন দাঁড়াবে বোলপুর, মালদা ও বিহারের বরসোই স্টেশনে।

Advertisement
বন্দে ভারত এক্সপ্রেস বন্দে ভারত এক্সপ্রেস
হাইলাইটস
  • আজ, রবিবার নতুন বছরের প্রথমদিন। আজ থেকে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) যাত্রী পরিষেবা শুরু হল।
  • হাওড়া স্টেশন থেকে ভোর ৫টা ৫৫ মিনিটে নিউ জলপাইগুড়ির (Jalpaiguri) উদ্দেশে রওনা দিল এই সেমি-হাইস্পিড ট্রেন।

আজ, রবিবার নতুন বছরের প্রথমদিন। আজ থেকে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) যাত্রী পরিষেবা শুরু হল। হাওড়া স্টেশন থেকে ভোর ৫টা ৫৫ মিনিটে নিউ জলপাইগুড়ির (Jalpaiguri) উদ্দেশে রওনা দিল এই সেমি-হাইস্পিড ট্রেন। পৌঁছতে সময় লাগবে মাত্র সাড়ে ৭ ঘণ্টা। ট্রেন দাঁড়াবে বোলপুর, মালদা ও বিহারের বরসোই স্টেশনে।

হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত বুধবার ছাড়া ট্রেনটি চলবে সপ্তাহে ৬ দিন। ইতিমধ্যেই টিকিটের চাহিদা তুঙ্গে। খুব তাড়াতাড়ি দার্জিলিঙে পৌঁছন যাবে এই ট্রেনে। স্বাভাবিকভাবেই এই আধুনিক ট্রেন পেয়ে খুশি যাত্রী ও পর্যটকরা। 

শুক্রবারই ট্রেনটির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে হাওড়ায় ফিরেছে সেমি হাইস্পিড ট্রেনটি। নতুন বছরের প্রথম দিনে হাওড়া থেকে যাত্রী পরিষেবা শুরু বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের। 

অগ্রিম বুকিংয়েই হাওড়া-এনজেপি প্রথম দিনের টিকিট শেষ হয়ে গেছে। এনজেপি থেকে ফেরার টিকিট চাইলে ৫ তারিখের আগে মিলবে না। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত বুধবার ছাড়া ট্রেনটি চলবে সপ্তাহে ৬ দিন। সময় লাগবে সাড়ে ৭ ঘণ্টা। হাওড়া থেকে ট্রেন ছাড়ছে ভোর ৫টা ৫৫-এ এবং নিউ জলপাইগুড়ি পৌঁছবে দুপুর ১টা ২৫-এ। অন্যদিকে, এনজেপি থেকে ছাড়বে দুপুর ৩টে ৫-এ, হাওড়া পৌঁছবে রাত ১০টা ৩৫-এ। 

হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত এসি চেয়ার কারের ভাড়া ১ হাজার ৫৪৩টাকা ও এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া ২ হাজার ৮০৩ টাকা। হাওড়া থেকে মালদা গেলে চেয়ার কারের ভাড়া ৯২৯ টাকা এবং এক্সিকিউটিভ ক্লাস ১ হাজার ৭৫৩ টাকা। হাওড়া থেকে বোলপুর এসি চেয়ার কারের ভাড়া পড়বে ৬২৮ টাকা, এক্সিকিউটিভ ক্লাস ১ হাজার ১৫০ টাকা। 

আরও পড়ুন-ফিরল চেনা ছবি, কল্পতরু উৎসবে উদ্যানবাটি-দক্ষিণেশ্বরে ভক্তদের ঢল

Advertisement

Advertisement