এখানে সেখানে পড়ে টুকরো টুকরো দেহাংশ, ব্যাপক চাঞ্চল্য সালানপুরে

রবিবার সকালে রেল ব্রিজের নিচে ছিন্নভিন্ন ওই মৃতদেহটির কিছু অংশ পড়ে থাকতে দেখা যায়। তারপরেই সেই জায়গা থেকে কিছুটা দূরে মৃতদেহের আরও কিছু অংশ নজরে আসে। পাশেই বস্তার মধ্যে ছিল মৃতদেহ একটি পা-ও। 

Advertisement
এখানে সেখানে পড়ে টুকরো টুকরো দেহাংশ, ব্যাপক চাঞ্চল্য সালানপুরেপ্রতীকী ছবি
হাইলাইটস
  • টুকরো টুকরো দেহাংশ উদ্ধার
  • আসানসোলের সালানপুরের ঘটনা
  • তদন্ত শুরু পুলিশের

অজ্ঞাত পরিচয় ব্যক্তির খণ্ড-বিখণ্ড দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল আসানসোলের সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত বাউরি পাড়া সংলগ্ন রেল ব্রিজের কাছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

জানা গিয়েছে, রবিবার সকালে রেল ব্রিজের নিচে ছিন্নভিন্ন ওই মৃতদেহটির কিছু অংশ পড়ে থাকতে দেখা যায়। তারপরেই সেই জায়গা থেকে কিছুটা দূরে মৃতদেহের আরও কিছু অংশ নজরে আসে। পাশেই বস্তার মধ্যে ছিল মৃতদেহ একটি পা-ও। 

এই বিষয়ে স্থানীয়দের একাংশের বক্তব্য, কয়েকজন ব্যক্তি মৃতদেহটি রেললাইনের উপর থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সেই সময় রূপনারায়নপুরের বাউরি পাড়ার কিছু যুবক তাদের দেখতে পায় এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। তারপরেই মৃতদেহের অংশগুলি মাঠের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায় তারা। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে যে, অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েছিলেন। তারপর কেউ বা কারা হয়ত মৃতদেহ চিনতে পেরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে পৃথক জায়গা থেকে দেহাংশগুলি উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। 

আরও পড়ুনউত্তরপাড়ায় CPIM প্রার্থীর এজেন্টের বাড়িতে হামলা-শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, ধৃত ৩ TMC কর্মী

 

POST A COMMENT
Advertisement